উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: রাসমেলার বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে জয়নগর দুই নম্বর ব্লকের হাতছাবড়ি গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাস পূর্ণিমা উপলক্ষে সাহাজাদাপুর ও ময়দা গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থল হাতছাবড়ি গ্রামে বসছে বিশাল রাসমেলা। রবিবার সকালে মেলার বিদ্যুৎ সংযোগের কাজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে।
দুপুর সাড়ে এগারোটা নাগাদ সুরজিত মণ্ডল (বয়স ২৯), বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে শক খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত সুরজিত মণ্ডলের বাড়ি কুলতলি থানার কৈখালী কাছাড়ি বাজার এলাকায়। খবর পেয়ে বকুলতলা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।










