Home / খবর / জেলায় জেলায় / দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহ জয়নগরে

দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহ জয়নগরে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : দুর্নীতিমুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে বৃহস্পতিবার পালন করা হলো ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহ। সারা দেশজুড়ে ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত এই সচেতনতা সপ্তাহ পালিত হচ্ছে, তারই অঙ্গ হিসাবে আয়োজিত হয় এই অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাডিশনাল ভিজিল্যান্স অফিসার রমন কুমার সিং, এসিভিও ও এজিএম (ভিজিল্যান্স) বিশ্ব মোহন ঝা, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের দক্ষিণ ২৪ পরগনার রিজিওনাল ম্যানেজার সন্দীপন পাল, জয়নার মিত্রগঞ্জ শাখার সিনিয়র ম্যানেজার শ্রীপর্ণা রায়চৌধুরী, শাখা ম্যানেজার আকাশ দাস-সহ একাধিক আধিকারিক।

এদিন ব্যাংকের গ্রাহকদের উদ্দেশ্যে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানানো হয়। পাশাপাশি গ্রাহক ও ব্যাংকের সম্পর্ক আরও মজবুত করার উপরও গুরুত্ব দেওয়া হয়। বক্তারা জানান, ব্যাংকের কোনো কর্মী দুর্নীতিতে জড়িত থাকলে সরাসরি অভিযোগ জানানোর সুযোগ থাকবে।

সভায় বহু স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা উপস্থিত ছিলেন। তাঁরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠান থেকে বার্তা দেওয়া হয়— দুর্নীতিমুক্ত সমাজ গড়তে ব্যাংকিং পরিষেবা আরও স্বচ্ছ ও জনমুখী করতে সকলকে একত্রিত হতে হবে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *