উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : মোবাইল, ফেসবুক, রিলস ও ভিডিও গেমে বুঁদ প্রজন্মকে ফের খেলাধুলায় ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে একাধিক ক্রীড়া সংগঠন। সেই ধারাবাহিকতায় সমাজসেবামূলক কাজের পাশাপাশি প্রতি বছর রক্তদান শিবির ও রবার বল প্রতিযোগিতার আয়োজন করে আসছে হাসিমপুর কল্যাণ সংঘ।
জয়নগর থানার বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে হাসিমপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় ৫৫তম বর্ষের রবার বল প্রতিযোগিতা। উদ্বোধনে উপস্থিত ছিলেন জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান, শিক্ষা কর্মাধ্যক্ষ হাসনাবানু শেখ, জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক, জয়নগর মজিলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান রথীন কুমার মণ্ডল, জয়নগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি আনিসুর রহমান লস্কর, বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েত প্রধান তথা এই খেলার উদ্যোক্তা মতিবুর রহমান লস্কর, সেলিম লস্কর, অরুণ নস্কর সহ আরও অনেকে।
পায়রা উড়িয়ে ও প্রতীকী রবার বলে শট মেরে খেলার উদ্বোধন করেন সাংসদ প্রতিমা মণ্ডল ও কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান। দুই রাত ধরে চলা এই প্রতিযোগিতায় দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলা থেকে ৩২টি দল অংশ নেয়।
সোমবার অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় হাসিমপুর কল্যাণ সংঘ ও দুর্গাপুর পার্ক এভিনিউ। জমজমাট লড়াইয়ের শেষে বিজয়ী হয় হাসিমপুর কল্যাণ সংঘ, রানার্স আপ হয় দুর্গাপুর পার্ক এভিনিউ।
প্রধান উদ্যোক্তা মতিবুর রহমান লস্কর বলেন, “আমরা ভালো ও মানসম্পন্ন খেলার আয়োজন করেছি। বিভিন্ন জেলার বাছাই করা দল এখানে খেলেছে।” ফাইনালে বিজয়ী দলের হাতে এক লক্ষ একাত্তর হাজার টাকা ও স্বর্ণ ট্রফি তুলে দেওয়া হয়।










