চিত্তরঞ্জন : লক্ষ্মী পুজোর আগের সন্ধ্যায় রেল শহর চিত্তরঞ্জনে আবার বড় অঘটন।
গুলিতে মৃত্যু রেল কর্মী প্রদীপ চৌধুরী (কুচা)’র। বেশ কিছুদিন আগে বাসন্তী পুজোর দিন এই প্রদীপ চৌধুরীর ২৮ নম্বর রাস্তার কোয়ার্টার্সে তার স্ত্রীর গলাকাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। সেই ঘটনায় প্রদীপ বাবুকে চিত্তরঞ্জন পুলিশ বহুবার জিজ্ঞাসাবাদ করেছিল।
রবিবার সন্ধে নাগাদ সেই প্রদীপবাবুর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হল চিত্তরঞ্জন শহরের নর্থ এলাকার ৬৪ নম্বর রাস্তার ২৫ বি কোয়ার্টার্স থেকে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, এই কোয়ার্টার্সে প্রদীপবাবু ও তার পুত্র দেবদিত্য থাকছিলেন। আজ দুপুরের পর দেবদিত্য বাইরে বেরিয়েছিলেন এবং সন্ধ্যা নাগাদ ফিরে দেখেন কোয়ার্টার্সের দরজা বন্ধ। বহুক্ষণ ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তিনি পুলিশকে খবর দেন। সঙ্গে সঙ্গে পুলিশ ও স্থানীয় ভাইস ওয়ার্ডেন ঘটনাস্থলে পৌঁছান এবং দরজা ভেঙে দেখেন ভেতরের ঘরের বিছানায় প্রদীপবাবুর গুলিবিদ্ধ দেহ পড়ে আছে। তিনি নিজেই নিজেকে গুলি করলেন না কি অন্য কোনও ঘটনা এর পিছনে আছে তা খতিয়ে দেখছে পুলিশ।
চিত্তরঞ্জন পুলিশ প্রাথমিকভাবে এই মৃত্যুর ঘটনা খতিয়ে দেখছে বলে জানিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।