Home / খবর / খেলা / অহমেদাবাদ টেস্টে প্রথম দিনেই দাপট ভারতের, ওয়েস্ট ইন্ডিজ অলআউট ১৬২ রানে, জবাবে টিম ইন্ডিয়া ১২১/২

অহমেদাবাদ টেস্টে প্রথম দিনেই দাপট ভারতের, ওয়েস্ট ইন্ডিজ অলআউট ১৬২ রানে, জবাবে টিম ইন্ডিয়া ১২১/২

অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিনেই ম্যাচের রাশ নিজেদের দিকে টেনে নিল টিম ইন্ডিয়া। শক্তিতে পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৬২ রানে গুটিয়ে দিয়ে দিন শেষ করেছে সুবিধাজনক জায়গায়। দিনের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১২১। অর্থাৎ প্রথম ইনিংসে এগিয়ে যেতে আর দরকার মাত্র ৪১ রান।

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেজ। কিন্তু ঘাসে মোড়া পিচ আর মেঘলা আবহাওয়া ক্যারিবীয় ব্যাটারদের জন্য হয়ে ওঠে দুঃস্বপ্ন। ভারতীয় পেসারদের ধারালো বোলিংয়ের সামনে ৪৬.২ ওভারেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। মহম্মদ সিরাজ নেন ৪০ রানে ৪ উইকেট, জসপ্রিত বুমরাহ ৩টি, কুলদীপ যাদব ২টি এবং ওয়াশিংটন সুন্দরের ঝুলিতে যায় ১ উইকেট। ব্যাট হাতে ক্যারিবীয়দের মধ্যে কিছুটা লড়াই করেন জাস্টিন গ্রিভস (৩২)।

জবাবে ভারতের ইনিংস শুরু করেন কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল। সতর্ক সূচনা করেন দুই ওপেনার। তবে বৃষ্টি-বিঘ্নিত সেশনের পর খেলার গতি বাড়াতে গিয়ে আউট হন যশস্বী (৩৬)। অফসাইডে খেলতে গিয়ে তাঁর ব্যাটের কানায় লেগে বল জমা পড়ে উইকেটকিপার শাই হোপের হাতে। তৃতীয় উইকেটে নামেন সাই সুদর্শন। চেনা মাঠেও রান পেলেন না তিনি। চেজের বলে এলবিডব্লিউ হয়ে ৭ রানে ফিরলেন এই তরুণ বাঁ-হাতি।

দুই উইকেট পড়লেও এক প্রান্ত আগলে রাখেন কেএল রাহুল। ইনিংসের মাঝপথে হ্যামস্ট্রিংয়ে টান পড়লেও মনোযোগ হারাননি। ধৈর্যের সঙ্গে ১০১ বলে পূর্ণ করেন অর্ধশতরান। দিনের শেষে তিনি অপরাজিত ৫৩ রানে। অধিনায়ক শুভমান গিল খেলছেন ১৮ রানে।

প্রথম দিনের শেষে ভারতের স্কোর ১২১/২ — ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের স্কোরকে ছাড়িয়ে যেতে আর ৪১ রান বাকি। ম্যাচের নিয়ন্ত্রণ এখন দৃঢ়ভাবে ভারতের হাতেই।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *