Home / খবর / খেলা / তিলকের ব্যাটে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

তিলকের ব্যাটে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের মুকুট জিতল ভারত। চলতি প্রতিযোগিতায় তিনবার মুখোমুখি হয়ে প্রতিবারই পাকিস্তানকে হারাল সূর্যকুমার যাদবের দল।

দুবাইয়ে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। ওপেনিং জুটিতে ৮৪ রান তুললেও মাঝের উইকেটে কুলদীপ যাদবের ঘূর্ণিজালে ভেঙে পড়ে পাক ব্যাটিং। সাহিবজাদা ফারহান ৫৭ এবং ফখর জামান ৪৬ রান করলেও বাকিদের ব্যর্থতায় ১১৩ রানে ২ উইকেট থেকে ১৪৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। কুলদীপ একাই নেন ৪ উইকেট, সহায়তা করেন বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল (২টি করে উইকেট)।

জবাবে ভারতীয় টপ অর্ডার ব্যর্থ। ২০ রানের মধ্যেই পড়ে যায় ৩ উইকেট। তবে তিলক বর্মা দলের হাল ধরেন। প্রথমে সঞ্জু স্যামসন (২৪) ও পরে শিবম দুবের (৩৩) সঙ্গে জুটি গড়ে জয়ের রাস্তা সহজ করেন। ৬৯ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন তিলক। ৪ ছক্কা ও ৩ চার মারেন তিনি। শেষ পর্যন্ত ভারত ৫ উইকেটে ম্যাচ জিতে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়।

অধিনায়ক সূর্যকুমার (১) ও শুভমান গিল (১২) ব্যর্থ হলেও, নীরব যোদ্ধা তিলক ও অনবদ্য কুলদীপ ভারতকে এনে দিলেন কাঙ্ক্ষিত শিরোপা।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *