উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে স্কুলে অগ্নিকাণ্ডে চাঞ্চল্য। শুক্রবার সকালে বারুইপুরের সাউথ গড়িয়া যদুনাথ বিদ্যামন্দিরে আচমকা আগুন লাগে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গিয়েছে, হতাহতের কোনও খবর নেই।
সকালবেলা স্কুল খোলার কিছুক্ষণ পরই পোড়া গন্ধ পেয়ে সতর্ক হন শিক্ষকরা। কনফারেন্স রুম খোলার সঙ্গে সঙ্গেই ঘন ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে। দ্রুত খবর দেওয়া হয় দমকলে।
প্রাথমিকভাবে দমকলের অনুমান, শট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আগুন বড় আকার নেওয়ার আগেই নিয়ন্ত্রণে আসায় বড় ক্ষতি এড়ানো গেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, ঘটনাটি স্কুল চলাকালীন হওয়ায় অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে সবাই।

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকমতো কাজ করছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই বারুইপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।