ছবি: রাজীব বসু
১০২ কেবিন ও ৮ স্যুইট নিয়ে গড়ে উঠল এসএসকেএম হাসপাতালের নবনির্মিত ভবন ‘উডবার্ন–২ অনন্য’। মঙ্গলবার বিকেল চারটেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বাস্থ্যকর্তাদের মতে, এই অত্যাধুনিক ভবন চালু হওয়ায় চিকিৎসা পরিষেবায় নতুন দিশা আসবে।
এদিন মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে কলকাতা পুলিশ হাসপাতালের নতুন ক্রিটিক্যাল কেয়ার ব্লক (ব্যয় ২৫.৭১ কোটি টাকা), লি রোডে সাততলা ছাত্রাবাস (ব্যয় ২৪.৪৯ কোটি), রেডিওলজি বিভাগে ১২৮ স্লাইস সিটি স্ক্যান মেশিন (ব্যয় ৭.৬৪ কোটি) ও সম্পূর্ণ রোবোটিক সার্জিক্যাল সিস্টেম (ব্যয় ৭.৫০ কোটি)।
এছাড়া চালু হলো নিউরোসায়েন্স ইনস্টিটিউটের সংস্কার হওয়া অপারেশন থিয়েটার, স্বাস্থ্য ভবনের অ্যানেক্স–১ (ব্যয় ১৬ কোটি) এবং আধুনিক ড্রাগ কন্ট্রোল ভবন (ব্যয় ৩২.৯২ কোটি টাকা)।

মমতা জানান, জনস্বাস্থ্যের উন্নয়নই সরকারের অগ্রাধিকার। নতুন ভবনে সিঙ্গল কেবিন ভাড়া ধরা হয়েছে ৫,০০০ টাকা, স্যুইট ৮,০০০ টাকা, এইচডিইউ ১২,০০০ টাকা এবং আইসিইউ ১৫,০০০ টাকা। মুখ্যমন্ত্রীর কথায়, “ভাড়া তুলনামূলকভাবে কম রাখা হয়েছে। প্রয়োজনে পরে সংশোধন করা হবে।”