কোলফিল্ড টাইমস: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পেলেন আরও একটি জামিন। সোমবার সিবিআইয়ের বিশেষ আদালত গ্রুপ সি নিয়োগ মামলায় তাঁকে ৯০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে। তবে আদালত তাঁর ওপর একাধিক শর্ত আরোপ করেছে। তবু এখনই জেল থেকে বেরোনোর সুযোগ মিলছে না প্রাক্তন মন্ত্রীর, কারণ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এখনও হাইকোর্টের রায় স্থগিত রয়েছে।
২০২২ সালের জুলাই মাসে নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলা আবাসন ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে অভিযান চালায়। টালিগঞ্জ থেকে উদ্ধার হয় প্রায় ২১ কোটি ৯০ লক্ষ টাকা এবং বেলঘরিয়া থেকে প্রায় ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। বিপুল নগদ উদ্ধার হওয়ার পর গ্রেফতার হন পার্থ ও অর্পিতা।
তারপর থেকে একাধিক মামলায় তাঁকে আসামি করা হয়। ধীরে ধীরে প্রায় সব ক’টিতেই জামিন মিলেছে তাঁর। বর্তমানে কেবল প্রাথমিক নিয়োগ মামলায় জামিন বাকি। হাইকোর্টে সেই মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রয়েছে।
আইন বিশেষজ্ঞদের একাংশের মতে, একাধিক মামলায় প্রমাণ হাজির না করে দীর্ঘদিন কাউকে কারাবন্দি রাখা যায় না। ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের গতি ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।