২০১৩ সালে পরিবারের সঙ্গে খাবার খেতে গিয়েছিলেন ধীরজ সাহনি। স্থান – নৈনিতালের দুর্গা সিটি সেন্টারের মচান রেস্তোরাঁ। কিন্তু সেদিনই ঘটে এক ভয়াবহ ঘটনা। জলের বোতলের বদলে তাঁকে পরিবেশন করা হয়েছিল অ্যাসিটিক অ্যাসিড ভর্তি বোতল। সেটি পান করার পরই অসুস্থ হয়ে পড়েন ধীরজ। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে ১২ বছর পর মিলল বিচার।
শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) হালদ্বানির বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদর্শ ত্রিপাঠীর আদালত অভিযুক্ত রেস্তোরাঁ মালিক অখিলেশ সেমওয়ালকে দুই বছরের কারাদণ্ড এবং ভুক্তভোগীকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।
ঘটনাটি ঘটে ২০১৩ সালের ১৯ ডিসেম্বর রাতে। ধীরজ সাহনি পরিবার-সহ রেস্তোরাঁয় খাবার খেতে যান। খাবারের সঙ্গে পরিবেশিত জলর বোতল থেকে পান করার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে জানা যায়, ওই বোতলে ছিল অ্যাসিটিক অ্যাসিড, যার ফলে তাঁর স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়েছিল।
এই মামলার তদন্ত করেন উপ-পরিদর্শক রাজেশ কুমার যাদব। আদালতে রাজ্যের হয়ে মামলার সওয়াল করেন সহকারী সরকারি কৌঁসুলি শেফালি শর্মা। বিচার প্রক্রিয়ায় ১৪ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়।
১২ বছরের ধৈর্য ও লড়াইয়ের পর অবশেষে ভুক্তভোগী ধীরজ সাহনি পেলেন ন্যায়।