কোলফিল্ড টাইমস: শুক্রবার ভোর থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এ দিন দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সর্বত্র ঝড়বৃষ্টি হবে না এবং কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা নেই। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আবহাওয়া দফতর বলছে, বর্তমানে রাজ্যের উপরে রয়েছে মৌসুমি অক্ষরেখা। এদিকে ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে উপর ফুঁসছে ঘূর্ণাবর্ত। এই দুইয়ের মিলিত প্রভাবে দুর্যোগের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। কম-বেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও।
এ দিন উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। ওই সব জেলাতেও জারি হয়েছে হলুদ সতর্কতা।
এ ছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত চলতে পারে।