Home / খবর / রাজ্য / দুর্গা পুজোর মেলায় আর থাকছে না নাগরদোলা, নির্দেশ কলকাতা পুরসভার

দুর্গা পুজোর মেলায় আর থাকছে না নাগরদোলা, নির্দেশ কলকাতা পুরসভার

দুর্গাপুজোকে কেন্দ্র করে কলকাতার বিভিন্ন পার্কে বসা মেলায় আর থাকছে না নাগরদোলা। দুর্ঘটনার ঝুঁকি এড়াতেই এ বার কড়া সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা।

পুরসভা সূত্রে খবর, পুজোর সময় শহরের একাধিক পার্কে উদ্যোক্তারা মেলার আয়োজন করেন। সেখানে খেলনা-খাবারের দোকানের পাশাপাশি নাগরদোলা বসানো হয়ে থাকে। কিন্তু এ বার পার্কের মধ্যে কোনও ভাবেই নাগরদোলা বসতে দেওয়া হবে না।

প্রসঙ্গত, ২০২২ সালের জুলাই মাসে এন্টালির রামলীলা ময়দানে নাগরদোলার থেকে পড়ে গিয়ে এক তরুণীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর থেকেই সতর্ক হয়ে ওঠে পুরসভা। ২০০৮ সালেও দেশপ্রিয় পার্কে পুজোর সময় নাগরদোলা থেকে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক ব্যক্তির।

পুরসভা জানিয়েছে, এ বার কোনওভাবেই ঝুঁকি নেওয়া হবে না। যদি কোনও পুজো উদ্যোক্তা নিষেধাজ্ঞা অমান্য করে নাগরদোলা বসান, তবে তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে। পাশাপাশি অনুমতি আদায়ে অসৎ উপায় নিলে কড়া পদক্ষেপ করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *