কোলফিল্ড টাইমস: আজ, রবিবার নবম-দশম শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন (SSC)। প্রায় ৩ লক্ষ ১৯ হাজার পরীক্ষার্থী বসবেন রাজ্যের ৬৩৬টি কেন্দ্রে। দুপুর ১২টায় পরীক্ষা শুরু হলেও পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে কেন্দ্রে পৌঁছতে হবে।
শনিবার সাংবাদিক বৈঠকে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, সকাল ১০টা থেকে ১০.৩০-এর মধ্যে প্রশ্নপত্র পৌঁছে যাবে কেন্দ্রে। সকাল ১১টা ৪৫ মিনিট থেকে প্রশ্নপত্র বিতরণ শুরু হবে। সে সময় শুধু পরীক্ষার্থীরা নিজের নাম লিখতে পারবেন। উত্তর লেখা শুরু হবে দুপুর ১২টা থেকে।
এ বার নতুন প্রার্থীদের পাশাপাশি ২০১৬ সালের বাতিল হওয়া প্যানেলের চাকরিহারারাও পরীক্ষা দিচ্ছেন। তবে সেই প্যানেলের অযোগ্য ঘোষিত প্রার্থীরা বসতে পারবেন না। চেয়ারম্যান আরও স্পষ্ট করেন, উত্তরপত্রের প্রথম পাঁচটি অংশ সঠিকভাবে পূরণ না করলে কাগজ বাতিল বলে গণ্য হবে।