Home / বিনোদন / শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটির প্রতারণা মামলায় লুকআউট সার্কুলারের প্রস্তুতি

শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটির প্রতারণা মামলায় লুকআউট সার্কুলারের প্রস্তুতি

বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগে লুকআউট সার্কুলার (LoC) জারি করার প্রস্তুতি নিচ্ছে মুম্বই পুলিশ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক অপরাধ দমন শাখা (EOW) তাঁদের ভ্রমণ নথি খতিয়ে দেখছে। প্রয়োজনে বিদেশে পালানো ঠেকাতে লুকআউট নোটিশ জারি হতে পারে।

অভিযোগ কী?

গত আগস্টে জুহু থানায় একটি এফআইআর দায়ের করা হয় শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রা এবং এক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগকারী জুহুর ব্যবসায়ী দীপক কোঠারি দাবি করেছেন, তিনি ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড’ নামক কোম্পানিতে বিনিয়োগের নামে মোট ৬০.৪ কোটি টাকা দেন। কোম্পানির মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের প্রতিশ্রুতি দেওয়া হলেও সেই টাকা ফেরত পাননি।

কোঠারির অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের এপ্রিলে তিনি শেয়ার সাবস্ক্রিপশন চুক্তির মাধ্যমে ৩১.৯ কোটি টাকা দেন, এরপর সেপ্টেম্বর ২০১৫-তে সম্পূরক চুক্তির মাধ্যমে আরও ২৮.৫৩ কোটি টাকা দেন। পরে জানা যায়, ওই অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে।

কোম্পানির ভূমিকা

বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড একটি হোম শপিং ও অনলাইন রিটেল প্ল্যাটফর্ম ছিল, যেখানে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা পরিচালক ছিলেন। অভিযোগ, তাঁরা প্রাথমিকভাবে ৭৫ কোটি টাকার ঋণ নিতে চেয়েছিলেন, কিন্তু কর বাঁচানোর জন্য বিনিয়োগ দেখিয়ে ওই অর্থ নেন। শিল্পা শেট্টি ২০১৬ সালের সেপ্টেম্বরে কোম্পানির ডিরেক্টর পদ থেকে ইস্তফা দেন।

অভিযুক্তদের বক্তব্য

এই অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার আইনজীবী প্রশান্ত পাটিল। তিনি বলেন, “সব অভিযোগই ভুয়ো। এখনো পর্যন্ত আমরা এফআইআরের কপি পাইনি। এটি ৭-৮ বছরের পুরনো লেনদেন। এতদিন পরে অভিযোগ আনা অযৌক্তিক।”

তিনি আরও জানান, “প্রতিটি বিষয়ে নথিপত্র আছে। তদন্ত সংস্থার সামনে আমরা সত্য তুলে ধরব। সত্য প্রকাশ পাবে।”

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *