দেশের চারটি মেট্রো শহরে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমল। সেপ্টেম্বরে ১৯ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম কমেছে ৫০ থেকে ৫১.৫ টাকা পর্যন্ত। সর্বাধিক সস্তা হয়েছে দিল্লিতে, সেখানে দাম কমেছে ৫১.৫ টাকা। মুম্বই ও চেন্নাইয়ে কমেছে ৫১ টাকা, আর কলকাতায় কমেছে ৫০.৫ টাকা।
এতে সেপ্টেম্বরে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১,৬৮৪ টাকা, যেখানে গত মাসে দাম ছিল ১,৭৩৪.৫ টাকা। এপ্রিল থেকে প্রতি মাসেই কলকাতায় সিলিন্ডারের দাম ক্রমশ কমছে। মার্চে এর দাম ছিল ১,৯১৩ টাকা।
ইন্ডিয়ান অয়েল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে দিল্লিতে ১৯ কেজি সিলিন্ডারের দাম ১,৫৮০ টাকা, মুম্বইয়ে ১,৫৩১.৫ টাকা এবং চেন্নাইয়ে ১,৭৩৮ টাকা।
তবে সাধারণ গৃহস্থের ব্যবহৃত ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। গত ৮ এপ্রিল থেকে এখনও পর্যন্ত কোনও পরিবর্তন হয়নি। এখন কলকাতায় এই সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা, দিল্লিতে ৮৫৩ টাকা, মুম্বইয়ে ৮৫২.৫ টাকা এবং চেন্নাইয়ে ৮৬৮.৫ টাকা।
সংশ্লিষ্ট মহলের মতে, সামনে বিহার ও আগামী বছরে পশ্চিমবঙ্গ-সহ কয়েকটি রাজ্যের বিধানসভা ভোট থাকায় রান্নার গ্যাসের দাম আপাতত বাড়ানো হবে না বলেই ধারণা।