Home / খবর / রাজ্য / আরজি কর কাণ্ড: নির্যাতিতার পিতার বিরুদ্ধে মানহানির মামলা কুণাল ঘোষের

আরজি কর কাণ্ড: নির্যাতিতার পিতার বিরুদ্ধে মানহানির মামলা কুণাল ঘোষের

আরজি করের নির্যাতিতার পিতার বিরুদ্ধে মানহানির মামলা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানান, কলকাতার মুখ্য বিচারবিভাগীয় আদালত (ব্যাঙ্কশাল কোর্ট)-এ আইনজীবীর মাধ্যমে এই মামলা দায়ের করা হয়েছে। আদালতের নোটিশ অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় নির্যাতিতার পিতা বা তাঁর আইনজীবীকে আদালতে হাজির থাকতে হবে।

কুণালের দাবি, গত ৯ আগস্ট বিজেপির নবান্ন অভিযান ব্যর্থ হওয়ার পর নির্যাতিতার পিতা সংবাদমাধ্যমে মিথ্যা ও আপত্তিকর মন্তব্য করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে, রাজ্য সরকার টাকা দিয়েছে এবং কুণাল ঘোষ সিজিও কমপ্লেক্সে গিয়ে বিষয়টি মিটমাট করেছেন। এর বিরোধিতা করে কুণালের পক্ষ থেকে নির্যাতিতার পিতাকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। নির্ধারিত সময়ে ক্ষমা না চাইয়েই এবার আদালতে মামলা গড়াল।

এ বিষয়ে নির্যাতিতার পিতা জানিয়েছেন, তিনি এখনও আদালতের নোটিশ হাতে পাননি। তবে কোর্টে উপস্থিত হওয়ার বিষয়ে তাঁর বক্তব্য, উনি (কুণাল) বললেই তো সেটা হবে না। আমাদের আইনজীবী যাবেন।”

কুণাল ঘোষ অবশ্য সামাজিক মাধ্যমে লিখেছেন, নির্যাতিতার পিতা যেহেতু বিভিন্ন বিষয়ে প্রকাশ্যে বক্তব্য রাখছেন, তাই কোর্টে হাজিরা এড়ানো উচিত হবে না।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *