Home / খবর / শিল্প-বাণিজ্য / গুজরাটে মারুতি সুজুকির ই-ভিটারা উৎপাদন শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

গুজরাটে মারুতি সুজুকির ই-ভিটারা উৎপাদন শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

গুজরাটের হান্সলপুরে সুজুকি মোটর প্ল্যান্টে একাধিক বড় প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার কারখানা থেকে প্রথম ই-ভিটারা বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের সূচনা করেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল ও জাপানের রাষ্ট্রদূত কেইইচি ওনো। শীঘ্রই এখানেই হাইব্রিড ব্যাটারি ইলেক্ট্রোড উৎপাদনকারী দেশের প্রথম প্ল্যান্টও চালু হবে।

মোদী টুইট করে জানান, আত্মনির্ভর ভারতের পথে বিশেষ দিন।” এখানে তৈরি ই-ভিটারা ১০০টি দেশে রফতানি হবে। প্রথম ইউনিট পাঠানো হবে যুক্তরাজ্যে।

ই-ভিটারার বিশ্ব আত্মপ্রকাশ হয়েছিল গত বছর ইউরোপে। ভারতে এটি প্রথম দেখা গিয়েছিল ২০২৫ সালের ভারত মোবিলিটি শো-তে। গাড়িটি টয়োটার সঙ্গে যৌথভাবে তৈরি ৪০পিএল ডেডিকেটেড ইভি প্ল্যাটফর্মে বানানো হয়েছে। টয়োটা এর একটি আলাদা সংস্করণ ‘আর্বান ক্রুজার ইভি’ও বাজারে আনবে।

এই বৈদ্যুতিক এসইউভি-তে থাকবে দুটি ব্যাটারির বিকল্প—৪৯ কিলোওয়াট আওয়ার ও ৬১ কিলোওয়াট আওয়ার। বড় ব্যাটারির সংস্করণ পাওয়া যাবে ডুয়াল মোটর অল-হুইল ড্রাইভ কনফিগারেশনে (AllGrip-e)। ভারতে কোন ভ্যারিয়েন্ট আসবে, কী ফিচার থাকবে ও কবে লঞ্চ হবে তা শীঘ্রই ঘোষণা করা হবে।

অন্তত ২০ লক্ষ টাকার এক্স-শোরুম মূল্যে এই গাড়ি বাজারে আসতে পারে বলে অনুমান। প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবে মাহিন্দ্রা বিই সিক্স, হুন্ডাই ক্রেটা ইলেকট্রিক, এমজি জেডএস ইভি প্রভৃতি।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *