Home / খবর / জেলায় জেলায় / দুর্গাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী প্রতীক্ষালয়ে ধাক্কা মিনিবাসের, আহত বেশ কয়েকজন

দুর্গাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী প্রতীক্ষালয়ে ধাক্কা মিনিবাসের, আহত বেশ কয়েকজন

screenshot 20250822 210833~2

দুর্গাপুর : বাস চালাতে চালাতে হঠাৎই অসুস্থ চালক। তাতেই ঘটল বিপত্তি। শুক্রবার সকালে ঘটে এই ঘটনা।

চালকের অসুস্থতার কারণে দুর্গাপুর – রানিগঞ্জ রুটের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল দুর্গাপুরে ভগৎ সিং স্টেডিয়ামের কাছে রাস্তায় পাশে বাসস্ট্যান্ডের যাত্রী প্রতিক্ষালয়ে। এই ঘটনায় মিনিবাসের চালক সহ জনা সাতেক যাত্রী আহত হয়েছেন।

জানা গেছে, এদিন সকালে দুর্গাপুর থেকে রানিগঞ্জের দিকে যাচ্ছিল একটি মিনিবাস। দুর্গাপুরের মহকুমাশাসকের ভবন পেরোনোর পরে ওই মিনিবাসের চালক নিজের আসনে বসে বাস চালাতে চালাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। কেউ কিছু বুঝে উঠার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে ওই মিনিবাসটি ধাক্কা মারে ভগৎ সিং স্টেডিয়ামের সামনের বাসস্ট্যান্ডে যাত্রী প্রতিক্ষালয়ে। এর ফলে মিনিবাসের কেবিন সহ সামনের অংশটি একেবারে দুমড়েমুচড়ে যায়। আশপাশের লোকেরা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ। আহত হন মিনিবাস চালক সহ মিনিবাসের সাতজন যাত্রী। মিনিবাসের চালককে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। মিনিবাসের সাত জন যাত্রীকে আহত অবস্থায় সিটি সেন্টারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, মিনিবাসের চালক আচমকাই অসুস্থ হয়ে পড়ায় এই ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্থ মিনিবাসটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *