Home / খবর / রাজ্য / হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে, আজই জয়েন্টের ফল প্রকাশ

হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে, আজই জয়েন্টের ফল প্রকাশ

screenshot 20250814 142714~2

কলকাতা হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশ ঘিরে চলা অনিশ্চয়তার অবসান ঘটাল শীর্ষ আদালত। শুক্রবার প্রধান বিচারপতি বি. আর. গবইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, হাই কোর্টের একক বেঞ্চের নির্দেশ আপাতত কার্যকর হবে না। ফলে বোর্ড একই দিনেই জয়েন্টের ফল এবং মেধাতালিকা প্রকাশের সিদ্ধান্ত নেয়।

গত ৭ অগস্ট প্রকাশ হওয়ার কথা ছিল জয়েন্ট এন্ট্রান্সের ফল। কিন্তু ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতার কারণে তা আটকে যায়। কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দ মেধাতালিকা বাতিল করে নতুন তালিকা তৈরির নির্দেশ দিয়েছিলেন। তাঁর রায়ে বলা হয়েছিল, ২০১০ সালের আগের ৬৬টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতে নতুন মেধাতালিকা তৈরি করতে হবে এবং ১৫ দিনের মধ্যে সেই নির্দেশ কার্যকর করতে হবে।

এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য প্রথমে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে যায়, পরে মামলা পৌঁছায় সুপ্রিম কোর্টে। রাজ্যের পক্ষের আইনজীবী কপিল সিব্বল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন— কীভাবে একক বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এমন নির্দেশ দিতে পারে?

শুক্রবার সুপ্রিম কোর্টে শোনা হয় জয়েন্ট ফলপ্রকাশ সংক্রান্ত আবেদন। ওবিসি শংসাপত্র মামলার সঙ্গে এই মামলাটিও একত্রে শুনানি হচ্ছিল। রাজ্যের আবেদনের প্রেক্ষিতে হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত।

উল্লেখ্য, হাই কোর্টের ডিভিশন বেঞ্চে (বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে) জনস্বার্থ মামলার শুনানিতে আগের দিন একক বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করা হয়নি। তবে শীর্ষ আদালতের হস্তক্ষেপের পরই অবশেষে জয়েন্ট পরীক্ষার ফল প্রকাশের পথ সুগম হল।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *