এসএসসির ২৬ হাজার চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনার সব আবেদনই খারিজ করল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) এবং চাকরিহারাদের একাংশ-সহ একাধিক পক্ষ এই মামলায় রিভিউ পিটিশন জমা দিয়েছিল। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ মঙ্গলবার জানায়, এ ধরনের আবেদনের জন্য খোলাখুলি শুনানির প্রয়োজন নেই।
শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, সঠিক ওএমআর শিট পাওয়া যায়নি এবং সিবিআই ও বাগ কমিটির রিপোর্টে স্পষ্ট দুর্নীতির প্রমাণ রয়েছে। তাই পুনর্বিবেচনার কোনও সুযোগ নেই।
গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট ২০১৬ সালের পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছিল। প্রায় ২৫,৭৩৫ জনের চাকরি খারিজ হয় সেই রায়ে। আদালত জানায়, যোগ্য ও অযোগ্য প্রার্থীদের পৃথক করা সম্ভব না হওয়ায় গোটা প্যানেল বাতিল করা হয়েছে। নতুন করে নিয়োগ শুরু করবে এসএসসি এবং অযোগ্যদের বেতন ফেরত দিতে হবে।
তবে রাজ্যের আবেদন মেনে আদালত শর্তসাপেক্ষে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষকেদের ডিসেম্বর পর্যন্ত স্কুলে যোগ দেওয়ার অনুমতি দেয়, যাতে শিক্ষাব্যবস্থা ব্যাহত না হয়। এরই মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য।
আজকের রায়ে স্পষ্ট হয়ে গেল, চাকরি বাতিলের নির্দেশ বহালই থাকছে।