Home / খবর / রাজ্য / শিক্ষক নিয়োগ দুর্নীতি: সিবিআই মামলাতেও সুপ্রিম কোর্টে পার্থর জামিন, জেলমুক্তি নিয়ে ধোঁয়াশা

শিক্ষক নিয়োগ দুর্নীতি: সিবিআই মামলাতেও সুপ্রিম কোর্টে পার্থর জামিন, জেলমুক্তি নিয়ে ধোঁয়াশা

screenshot 20250818 132240~2

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার সুপ্রিম কোর্ট সিবিআই মামলায় তাঁকে জামিন দিয়েছে। এর আগে ইডির মামলাতেও জামিন মেলে তাঁর। তবে একাধিক মামলা থাকায় এখনও প্রেসিডেন্সি জেলে রয়েছেন তিনি।

আইনজীবীদের একাংশের মতে, ইডি-সিবিআই মামলায় জামিন মিললেও প্রাথমিক নিয়োগ সংক্রান্ত আরও কয়েকটি মামলা বাকি। ফলে তৎক্ষণাৎ জেলমুক্তি নাও হতে পারে।

তবে অন্যদের মতে, শর্ত মেনে জামিন হওয়ায় পার্থর মুক্তির পথ অনেকটাই সহজ হবে। ২০২২ সাল থেকে জেলবন্দি পার্থর ঘনিষ্ঠ মহলও আশাবাদী, এবার আর জেলমুক্তি খুব দূরে নয়।

উল্লেখ্য, পার্থর পাশাপাশি একই মামলায় এ দিন জামিন পেলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবিরেশ ভট্টাচার্য এবং এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা। ইডি নির্দেশের মতোই সিবিআই মামলাতেও একই শর্তে জামিনের নির্দেশ দিল সর্বোচ্চ আদালতের। বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চের নির্দেশ।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *