Home / খবর / শিল্প-বাণিজ্য / ইসিএলের সদর দফতরে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন, কয়লা উৎপাদনে সর্বকালীন রেকর্ড

ইসিএলের সদর দফতরে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন, কয়লা উৎপাদনে সর্বকালীন রেকর্ড

screenshot 20250816 203635~2

শাঁকতোড়িয়া: পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটির শাঁকতোড়িয়ায় ইসিএলের সদর দপ্তরে শুক্রবার যথাযথ মর্যাদার সঙ্গে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসিএলের চেয়ারম্যান-কাম-ম্যানেজিং ডিরেক্টর বা সিএমডি সতীশ ঝাঁ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিরেক্টর (ফিনান্স) মহঃ আনজার আলম, ডিরেক্টর ( টেকনিক্যাল / অপারেশন) নীলাদ্রি রায়, ডিরেক্টর ( মানবসম্পদ) গুঞ্জন কুমার সিনহা, গিরিশ গোপীনাথন নায়ার, ডিরেক্টর (টেকনিক্যাল/পিএন্ডপি), চীফ ভিজিলেন্স অফিসার দীপ্তি প্যাটেল, কিরণ ঝাঁ, জিরাক বেগম, সঞ্চিতা রায়, অনুভা সিনহা, গীতা রাধামণি, অন্যান্য আধিকারিক, ট্রেড ইউনিয়নের প্রতিনিধি, কল্যাণ বোর্ডের সদস্য, বিভাগীয় প্রধান, ইসিএলের বিভিন্ন বিভাগের চুক্তিভিত্তিক কর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে ইসিএলের সিএমডি সতীশ ঝাঁ জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপরে প্রধান অতিথি জাতির প্রতি শৃঙ্খলা ও শ্রদ্ধার প্রতীক গার্ড অফ অনার পরিদর্শন করেন।

শ্রী ঝাঁ তার ভাষণে স্বাধীনতা সংগ্রামীদের অদম্য সাহস এবং আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। তিনি সংস্থার কয়লা উৎপাদন, প্রযুক্তিগত অগ্রগতি এবং কর্মচারী কল্যাণের মাধ্যমে জাতি গঠনে অবদান রাখার জন্য ইসিএলের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন । তিনি বলেন, ২০২৪-২৫ অর্থ বর্ষে, ইসিএল তার ইতিহাসে সর্বোচ্চ কয়লা উৎপাদনে রেকর্ড করেছে। তা হলো ৫২.০৩৫ মিলিয়ন টন। এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে । যা গত আর্থিক বছরের তুলনায় ৯.৪১% উল্লেখযোগ্য বৃদ্ধি । এই অর্জন কেবল একটি সংখ্যা নয়, বরং আমাদের পরিকল্পনার নির্ভুলতা, ধারাবাহিক কর্মক্ষমতা এবং সমস্ত ইউনিটের নিরলস পরিশ্রমের প্রমাণ। শ্রী ঝা গর্বের সাথে উল্লেখ করেছেন যে ইসিএল কোল ইন্ডিয়া লিমিটেডের সমস্ত সহায়ক সংস্থাকে ছাড়িয়ে গেছে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পথে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে। তিনি জোর দিয়ে বলেন, ক্রমবর্ধমান জ্বালানি , পরিবর্তনশীল নিয়ন্ত্রক কাঠামো এবং ক্রমবর্ধমান পরিবেশগত প্রত্যাশা আমাদের কাছ থেকে অভিযোজনযোগ্যতা এবং উদ্ভাবনের দাবি করে। আমরা পরিষ্কার প্রযুক্তিতে বিনিয়োগ, ক্ষমতা তৈরি, অটোমেশন গ্রহণ এবং ডিজিটাল শাসন গ্রহণ করে এই চ্যালেঞ্জগুলির জন্য নিজেদের প্রস্তুত করছি। খনির ভবিষ্যত আরও দক্ষ, নিরাপদ এবং টেকসই হবে এবং ইসিএল এই রূপান্তরের নেতৃত্ব দেবে বলে তিনি জানান।

প্যারেডের মাধ্যমে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শেষ হয়। আকাশে রঙিন বেলুন উড়িয়ে দেওয়া হয়। যা স্বাধীনতার চেতনা এবং সমৃদ্ধ ভবিষ্যতের আকাঙ্ক্ষার প্রতীক।

এদিনের অনুষ্ঠানের অংশ হিসেবে, দুটি উল্লেখযোগ্য উদ্বোধন হয়।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মান নিয়ন্ত্রণ পরীক্ষাগার বা কোয়ালিটি কন্ট্রোল ল্যাবের উদ্বোধন করেন ইসিএলের সিএমডি।

কর্মীদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ইসিএল সদর দপ্তরে অফিস ক্যান্টিন উদ্বোধন করেন ইসিএলের শতক্ষী মহিলা মণ্ডলের সভাপতি কিরণ ঝাঁ।

নিরাপত্তা বিভাগের প্রধান মেজর শরদিন্দু তিওয়ারি অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *