Home / খবর / রাজ্য / মেট্রোর তিন নতুন রুট উদ্বোধন, ২২ অগস্ট কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী মোদী

মেট্রোর তিন নতুন রুট উদ্বোধন, ২২ অগস্ট কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী মোদী

screenshot 20250814 172221~2

চলতি মাসের ২২ অগস্ট কলকাতায় এসে তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দমদমে প্রশাসনিক কর্মসূচি থেকেই তিনি শিয়ালদহ–এসপ্ল্যানেড, বেলেঘাটা–হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) এবং নোয়াপাড়া–জয় হিন্দ (বিমানবন্দর) মেট্রো পরিষেবার সূচনা করবেন। একই দিনে হাওড়া মেট্রো স্টেশনের সাবওয়েও উদ্বোধন করবেন তিনি।

কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই খবর সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে একে দুর্গাপুজোর আগে বাংলার জন্য ‘ঐতিহাসিক উপহার’ বলেছেন। রেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরের বাজেটে বাংলায় রেল উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছে ১৩,৯৫৫ কোটি টাকা। বর্তমানে রাজ্যে রেল পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নে ৮৩,৭৬৫ কোটি টাকার কাজ চলছে, যার মধ্যে ১০১টি স্টেশনকে বিশ্বমানের রূপ দেওয়ার প্রকল্পও রয়েছে। ইতিমধ্যে ৯টি বন্দে ভারত ও ২টি অমৃত ভারত ট্রেন চালু হয়েছে।

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির নজর আরও বাড়ছে বাংলায়। ২২ অগস্ট দমদমে প্রশাসনিক কর্মসূচি, সরকারি প্রকল্পের শিলান্যাস ও জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে মে মাসে আলিপুরদুয়ার ও জুলাইয়ে দুর্গাপুর সফর করেছিলেন তিনি। বিজেপি সূত্রে খবর, ডিসেম্বর পর্যন্ত রাজ্যে অন্তত ১০টি প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে পারেন মোদী।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *