Home / খবর / রাজ্য / দিল্লির আনন্দ বিহার হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু, আহত ১০

দিল্লির আনন্দ বিহার হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু, আহত ১০

screenshot 20250809 190015~2

দিল্লির আনন্দ বিহারের একটি হাসপাতালে শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতালের একটি অংশে ধোঁয়া বেরোতে দেখে পথচারীরা কর্তৃপক্ষকে সতর্ক করেন। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালে, রোগী ও স্বজনদের মধ্যে শুরু হয় হুড়োহুড়ি।

দমকলের আটটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে হাসপাতালের কর্মী ও স্থানীয়রা মিলে রোগীদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি গুরুতর হওয়ায় জানলার কাচ ভেঙে অনেক রোগীকে উদ্ধার করতে হয়।

দমকল সূত্রে জানা গেছে, হাসপাতালে কর্মরত অমিত নামে এক ব্যক্তির ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। তাঁদের মধ্যে সাত জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *