অনলাইন কোলফিল্ড টাইমস: সেনাবাহিনীর চাপে শেষ পর্যন্ত ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বার তিনি রাজনীতিও ছেড়ে দিচ্ছেন বলে দাবি প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্রের।
সোমবার বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছেন শেখ হাসিনা। এ দিন দুপুরে বাংলাদেশ থেকে হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সূত্রের খবর, দিল্লি লাগোয়া গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেস বা বায়ুসেনা ঘাঁটিতে নামে তাঁর বিমান। একটি অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, লন্ডনে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন হাসিনা। তা খারিজ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আগামী কয়েক দিন দিল্লিতেই ‘সেফ হাউসে’ থাকতে পারেন তিনি।
হাসিনা প্রধানমন্ত্রী পদে থাকাকালীন তাঁর উপদেষ্টা ছিলেন পুত্র সাজিব ওয়াজিদ জয়। মায়ের ইস্তফার পর তাঁর দাবি, তাঁর মা আর রাজনীতিতে ফিরবেন না। এত পরিশ্রম করার পরেও যে ভাবে তাঁর বিরুদ্ধে আন্দোলন হল, তাতে তিনি (হাসিনা) অত্যন্ত হতাশ এবং বীতশ্রদ্ধ।

বিবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান,‘‘উনি (হাসিনা) বাংলাদেশকে বদলে দিয়েছেন। উনি যে সময়ে ক্ষমতায় এসেছিলেন, তখন করুণ অবস্থা ছিল দেশের। বাংলাদেশ গরিব দেশ ছিল। কিন্তু আজ বাংলাদেশ এশিয়ার অন্যতম শক্তি। উনি খুবই হতাশ।’’
এ দিকে, ভারতে আসার পর সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দেখা করেন শেখ হাসিনা। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবহিত করেছেন। হাসিনার সঙ্গে মোদীর দেখা হবে কিনা সে বিষয়ে এখনো কোনো কথা বলা হয়নি। এ ছাড়া জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
আরও পড়ুন: পদত্যাগ করে ভারতে শেখ হাসিনা! সেনাপ্রধান জানালেন, অন্তবর্তী সরকার গঠন হবে




Be First to Comment