কুলটি : বাড়ি কুয়ো থেকে নিখোঁজ হওয়া যুবকের মৃতদেহ উদ্ধার হল। শনিবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কুলটি থানার শীতলপুর বাউরি পাড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত যুবকের নাম মোহন বাউরি (৩২)। এদিন দুপুরের আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কুলটির বাসিন্দা মোহন বাউরিকে শনিবার ভোরবেলা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির লোকেরা তাকে বাড়ির কুয়োর মধ্যে মৃত অবস্থায় জলে ভাসতে দেখেন। বেশ কিছুক্ষনের চেষ্টায় কুয়ো থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, বাড়ির লোকেরা বলতে পারেননি যে, কি করে এই ঘটনা ঘটেছে। ওই যুবক কি ভাবে কুয়োর মধ্যে পড়ে গেছে তা পরিষ্কার নয়। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।
Be First to Comment