অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল : বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে দামোদরে ডুবে আসানসোলের যুবকের মৃত্যু হল। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হিরাপুর থানার বার্নপুরে ভুতাবুড়ি মন্দিরের কাছে।
জানা গেছে, এদিন দুপুরে ওই যুবক দামোদর নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়েছিল । মৃতের নাম রোহিত কুমার রায় (২১)। মৃত ওই যুবক আসানসোল দক্ষিণ থানার রাসডাঙ্গার সুমথ পল্লীর বাসিন্দা ।
খবর পেয়ে আসানসোল জেলা হাসপাতালে পৌঁছান ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় ।

এই ঘটনায় সুমথ পল্লী এলাকায় শোকের ছায়া নেমে আসে । এদিন বিকেলে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রোহিত কুমার রায় এ দিন দুপুরে তাঁর ৬ জন বন্ধুর সঙ্গে বার্নপুরে ভুতাবুড়ি মন্দিরের কাছে দামোদর নদে স্নান করতে যান। তাঁরা সবাই স্নান করছিলেন, সেই সময় আচমকাই রোহিত জলে ডুবে যান। তাঁর বন্ধুরা তাঁকে বাঁচানোর চেষ্টা করেন কিন্তু তাঁরা ব্যর্থ হন।
খবর পেয়ে হিরাপুর থানার পুলিশ ও স্থানীয় লোকজনেরা ঘটনাস্থলে আসে। বেশ কিছুক্ষণের মধ্যে রোহিতকে নদের জল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানায়, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। আরও জানা গেছে, মৃত যুবক ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু একটা বিষয়ে ফেল করার পরে তিনি পড়াশোনা ছেড়ে দেন। যুবকের বাবা বিক্রেশ্বর রায় বার্নপুর ইস্কো কারখানার ঠিকা কর্মী।




Be First to Comment