রানিগঞ্জ : বৃষ্টির মধ্যে বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে আসানসোলের রানিগঞ্জ থানার তিরাট কোলিয়ারি এলাকায়।
তিরাট কোলিয়ারির বাসিন্দা মৃত যুবকের নাম রোহিত সিং ( ১৯)। মৃত যুবকের দুই বন্ধু কিছুটা দূরে থাকায় তাঁরা অল্পের জন্যে প্রাণে বেঁচে গেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকেলে বাড়ির অদূরে মাঠের পাশে গাছের নীচে বসেছিলেন রানিগঞ্জের তিরাট কোলিয়ারির বাসিন্দা রোহিত সিং। সামান্য কিছুটা দূরে বসেছিলেন রোহিতের আরো দুই বন্ধু। বিকেল সাড়ে চারটে নাগাদ আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। মিনিট কয়েক পরে প্রচণ্ড বাজ পড়া শুরু হয়। রোহিতরা কিছু বুঝে উঠার আগেই সেখানে প্রচণ্ড শব্দে বাজ পড়ে। তাতে গাছের নীচে বসে থাকা রোহিত সিং অচৈতন্য হয়ে যান। সামান্য দূরে থাকা আরো দুই যুবকও অচৈতন্য হয়ে যান। তাঁদের হাতে থাকা মোবাইল দূরে ছিটকে পড়ে।

আশপাশের লোকেরা দৌড়ে আসেন। খবর পেয়ে আসেন রোহিতের বাবা ও পরিবারের সদস্যরা। মিনিট কয়েকের মধ্যে দুই যুবকের হুঁশ ফিরে আসে ও তাঁদের শারীরিক অবস্থা ঠিক হয়। কিন্তু রোহিতের জ্ঞান ফিরে আসেনি। এরপর তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় তিরাট কোলিয়ারি এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ জানায়, বুধবার সকালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত করা হবে।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে দাবদাহ চলছে। তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে রয়েছে। রোদের দাপটে দিনের বেলায় বাড়ি থেকে বেরোনো মুশকিল হয়ে পড়েছে। সবাই অপেক্ষায় রয়েছেন, কবে বর্ষার বৃষ্টি শুরু হবে।



Be First to Comment