অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, খান্দরা ( অন্ডাল) : আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার সমর্থনে সভায় উপস্থিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার তিনি রানিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্ডালের খান্দরা ময়দানে একটি নির্বাচনী সমাবেশে বক্তৃতা করলেন।
তাঁর সঙ্গে বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া ছাড়াও দলের জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় , রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি, রাজ্য বিজেপি ট্রেড সেলের কো-কনভেনার সুব্রত ওরফে মিঠু ঘাটি এবং এলাকার সমস্ত বিজেপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এই সভায় যোগী আদিত্যনাথ বলেন, যে বাংলা একসময় ধর্মীয় নবজাগরণ হয়ে ছিল, যেখানে ধর্ম বা সংস্কৃতির ক্ষেত্রে মহাপুরুষদের জন্ম হয়েছিল, আজ পরিস্থিতি এমন হয়েছে যে, কেউ যদি জয় শ্রী রাম বলে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়।

তিনি আরও বলেন, বাংলার মাটিতে কৃত্তিবাস ওঝার জন্ম হয়েছিল। বাংলায় রামায়ণ রচনা করেছিলেন। কিন্তু আজ বাংলায় রাম নবমীর মিছিলে পাথর ছোড়া হয়। এই ধরনের দাঙ্গাবাজরা রাজ্য সরকারের সুরক্ষা পায়।
যোগী আদিত্যনাথ বলেন যে এই ধরনের দাঙ্গা যদি উত্তরপ্রদেশে চালানো হত, তাহলে দাঙ্গাবাজদের তুলে নিয়ে গিয়ে উল্টো করে ঝুলিয়ে সোজা করা হত ।
তিনি বলেন, আজ উত্তরপ্রদেশের সবচেয়ে বড় মাফিয়ারা গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে করুণা ভিক্ষা করছে এবং বলছে তারা কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করবে কিন্তু অপরাধের পথে যাবে না, বাংলার ভাইরাও যুদ্ধে প্রাণ দিয়েছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, যখন রাম মন্দিরের জমকালো উদ্বোধন হয়েছিল, তখন তৃণমূল কংগ্রেসের কেউ সেই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যাননি।
তিনি বলেন, বাংলায় যেখানে মা দুর্গা, মা কালীর পুজো হয়। সেখানে সন্দেশখালির মতো ঘটনা ঘটে। যেখানে মাতৃশক্তির কারণে নারীদের ওপর অবর্ণনীয় অত্যাচার করা হয়। কিন্তু রাজ্য সরকার সেই নৃশংসতাকে বাঁচানোর চেষ্টা করে।
সেটাও যদি বাংলার মানুষেরা বুঝে উত্তরপ্রদেশের মতো দাঙ্গামুক্ত, ভয়-মুক্ত রাজ্য গড়তে চাইলে আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার সমর্থনে ভোট দিন বলেও মন্তব্য করেন তিনি।
তাঁর বার্তা, গড়ে উঠুক শক্তিশালী বাংলা।




Be First to Comment