Press "Enter" to skip to content

আসানসোলের সেনরালে রোডে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসোসিয়েশনের কার্যালয়ের অডিটোরিয়ামে উদযাপিত হল বিশ্ব স্বাস্থ্য দিবস

আসানসোল :ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসোসিয়েশনে ( IMA ) কার্যালয়ের অডিটোরিয়ামে উদযাপিত হল বিশ্ব স্বাস্থ্য দিবস । একইসঙ্গে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ৮৪ তম প্রতিষ্ঠা দিবস ( IMA Foundation Day ) উপলক্ষে কনফারেন্সের আয়োজন করা হয়েছিল।

৬ এবং ৭ এপ্রিল এই দুদিন কনফারেন্স হয়। এই কনফারেন্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সভাপতি ডা. সুদীপ্ত রায় ও ভাইস প্রেসিডেন্ট ডা. সুশান্ত রায়। এর পাশাপাশি উপস্থিত ছিলেন আইএমএ আসানসোল শাখার প্রধান পৃষ্ঠপোষক ডা. পি.সি.মাজি, সাংগঠনিক সভাপতি ডা. এ. পান, সংগঠন সম্পাদক ডা. রুহুল আমিন, কোষাধ্যক্ষ ডা. সত্রজিৎ রায় ও কলকাতা ও বাইরের রাজ্যের থেকে আসা প্রখ্যাত চিকিৎসকরা।

কনফারেন্সের প্রথম দিন ৬ এপ্রিল অর্থাৎ শনিবার বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালের কর্ণধার ডাঃ অরুণাংশু গাঙ্গুলি, ডা. সৌভিক কাঞ্জিলাল, ডাঃকল্যাণ ব্যানার্জি,ডাঃ ধর্মেন্দ্র কুমার রায় , ডা. অভিরূপ সরকার, ডাঃদেবদীপ মন্ডল, ডা. দেবাশীষ সাহু, ডা. সুমন সরকার সৈকত বসু, ডা. তথাগত মুখার্জি, ডা. সুব্রত ভট্টাচার্য (সিনিয়র), ডা. পার্থ ব্যানার্জি , ডা. রত্নপ্রভ মাজি, ডা. মানস ব্যানার্জি, ডা. এন কে দত্ত,ডা. সিদ্ধার্থ ব্যানার্জি, ডা. অভিজিৎ বিশ্বাস প্রমুখ।

৭ এপ্রিল রবিবার দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন কলকাতার অ্যাপোলো হাসপাতালের রিউম্যাটোলজিস্ট ডা. পার্থজিৎ দাস, মিশন হাসপাতালের ডা. রাহুল বোস, ডা. অমিত গুপ্ত, ডা. পি.এস.গুপ্ত, ডা. গৌতম মন্ডল, ডা. বিপ্লব দাশগুপ্ত, ডা. সমীরণ দে, ডাঃ মানস ব্যানার্জি,ডা. নীলাঞ্জন চ্যাটার্জী,ডা. এম সামন্ত রায়,ডা. সুব্রত ভট্টাচার্য( জুনিয়র), ডা. নির্ঝর মাজি, ডা. সত্রজিৎ রায়,ডাঃ জয়ন্ত কুমার খাঁ, ডা. দেবার্ঘ ধুয়া, ডা. সিদ্ধার্থ ব্যানার্জি,ডা. সুপ্রিয় মাইতি, ডা. রাকেশ সিং,ডা. অভিষেক মন্ডল,ডা. রাহুল কাঞ্জিলাল, ডা. জসী আনন্দ কারকেটা, ডা. উর্মি সান্যাল প্রমুখ।

এছাড়া দুদিনের এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে দুটি বিশেষ বিষয়ে বক্তব্য রাখেন ডা. সত্যজিৎ রায়, ডা. নির্ঝর মাঝি।দুই দিনের অনুষ্ঠানে ক্রিটিক্যাল কেয়ারের ওপর একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এছাড়া ইরেকটাইল ডিসফাংশন ইন ডাইবেটিস, রিসেন্ট অ্যাডভান্সমেন্ট ইন কার্ডিয়াক সার্জারি, এন্টি কোয়াগুলেশন ইন ক্লিনিকাল প্রাকটিস, সিটিইভি, ম্যানেজমেন্ট অফ অ্যাডভান্সড ওরাল ক্যান্সার, অ্যাপ্রচ টু হেডেক, ওরাল এন্ড মেক্সিলো ফেসিয়াল সার্জারি, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, ওভারভিউ অফ মডার্ন ইউরোলজি প্রভৃতি বিষয়ের ওপর আলোচনা করা হয়। ৬ এপ্রিল কনফারেন্সের প্রথম দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বীণাপাণি মিউজিক্যাল গ্রুপের সাংস্কৃতিক অনুষ্ঠান মন কেড়ে নেন উপস্থিত সমস্ত চিকিৎসক এবং অতিথিদের।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *