অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, পুরুলিয়া: জেলার বলরামপুর ব্লক কার্যালয়ের সরকারি আবাসন থেকে এক কর্মচারীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে।
গতকাল (বৃহস্পতিবার) দেহটি উদ্ধার করে পুলিশ। ভেতর থেকে বন্ধ আবাসনের দরজা ভেঙে সিলিং ফ্যান থেকে গলায় দড়ির লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার করে। আজ, শুক্রবার দেহটি ময়নাতদন্তে নিয়ে আসা হয় পুরুলিয়ার হাতোয়াড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মৃত ওই কর্মচারীর নাম সিদ্ধার্থ মিত্র, বয়স ৪২বছর। তিনি বলরামপুর ব্লক কার্যালয়ে রিলিফ ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন।
মৃতের বাড়ি পুরুলিয়ার হুড়া থানার লক্ষনপুর গ্রামে। ঘটনার বিষয়ে বলরামপুর ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্কদীপ দত্ত জানান, প্রাথমিকভাবে তাঁদের মনে হয়েছে সিদ্ধার্থবাবু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে বলরামপুর থানার পুলিশ তদন্তের স্বার্থে দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে বলরামপুর ব্লক কার্যালয় এলাকায়। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ বলরামপুর ব্লক কার্যালয়ের ভেতর থেকে দরজা বন্ধ সরকারি আবাসন থেকে সিদ্ধার্থ মিত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করে। তাঁর আবাসন থেকে দুটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।




Be First to Comment