অন্ডাল : ব্লক ও পঞ্চায়েত স্তরে কাজের পর্যালোচনা নিয়ে বৈঠক অনুষ্টিত হল । পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলমের উপস্থিতিতে বৃহস্পতিবার বৈঠকটি হয় অন্ডাল বিডিও অফিসে।
উন্নয়নের কাজে গতি বজায় রাখতেই এই বৈঠক বলে জানান জেলাশাসক। জল স্বপ্ন মিশন, স্বচ্ছ ভারত মিশন, এস এ জি, পঞ্চদশ বা ফিফটিন ফিন্যান্স সহ অন্যান্য সরকারি প্রকল্পের কাজের পর্যালোচনা করতে বৃহস্পতিবার অন্ডাল ভিডিও অফিসে অনুষ্টিত হয় এক উচ্চ পর্যায়ের বৈঠক ।
এই বৈঠকে জেলাশাসক এস পোন্নাবলম ছাড়াও দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চক্রবর্তী, অন্ডালের বিডিও দেবাঞ্জন দত্ত উপস্থিত ছিলেন। এছাড়াও ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্যরা ছিলেন। সকাল এগারোটা থেকে শুরু হয়, প্রায় বেলা একটা পর্যন্ত বৈঠকটি চলে।

বৈঠক শেষে জেলা শাসক এস পোন্নাবলম সাংবাদিকদের বলেন, মূলত সরকারি প্রকল্পের কাজের পর্যালোচনা নিয়েই এই দিন বৈঠকে আলোচনা হয় ।
পাশাপাশি তিনি বলেন, সরকারের “জল স্বপ্ন মিশন” প্রকল্পের কাজ কতটা হয়েছে কতটা বাকি আছে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের সঙ্গে। আগামী ৮/ ৯ মাসের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যেই এই প্রকল্পের কাজ সম্পন্ন হবে বলে তিনি জানান। বাড়ি বাড়ি কলের সংযোগ দেওয়ার জন্য মাটি খোঁড়াখুঁড়ির ফলে বিভিন্ন জায়গায় রাস্তার ক্ষতি হয়েছে। দুর্গাপূজার আগেই ক্ষতিগ্রস্ত সমস্ত রাস্তা সংস্কারের কাজ হবে এমনটা জানান জেলাশাসক ।




Be First to Comment