Press "Enter" to skip to content

শনিবার সুন্দরবনে শ্রমজীবী মহিলাদের নিয়ে নারী দিবস পালন

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : শনিবার সুন্দরবনে শ্রমজীবী নারী দিবস উদযাপন করা হল। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুন্দরবনের কুলতলি বিধানসভার মৈপীঠে এপিডিআর সংগঠনের কুলতলি মৈপীঠে শাখার প্রায় ১৫০ জন মৎস্যজীবী ও মধুসংগ্রহকারী মহিলাদের নিয়ে মৈপিঠের বোসের ঘেরিতে একটি সভা ও মিছিল হয়ে গেল।

এদিনের সভায় বক্তব্য রাখেন এলাকার শ্রমজীবী মহিলা আরতী সামন্ত, শান্তিবালা দেবী, দেবারতি হালদার, মহিমা মোল্লা সহ আরো অনেকে।গ্রামীণ মহিলাদের সমস্যা, বন দপ্তরের অত্যাচারের রোমহর্ষক কাহিনী তাঁরা এদিন বর্ণনা করেন।

এ ছাড়া এদিন বক্তব্য রাখেন এপিডিআরের সাধারণ সম্পাদক রঞ্জিত শূর, সহ-সম্পাদক আলতাফ আমেদ, রাহুল চক্রবর্তী, কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য মিঠুন মন্ডল ও কোয়েলী গঙ্গোপাধ্যায়।

এদিনেরসভা ও মিছিল থেকে যে দাবি গুলো উঠে আসে তা হলো- শ্রমজীবীনারীদের অধিকার সুনিশ্চিত করতে হবে।সুন্দরবনের নারীদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে।বাঘের আক্রমণে নিহত ব্যক্তির স্ত্রী অথবা কন্যাকে পেনশন প্রকল্পের আওতায় আনতে হবে।জঙ্গলের কোর এরিয়া থেকে রান্নার জ্বালানি সংগ্রহ করতে দিতে হবে।

প্রয়োজনীয় সকল মৌলীকে মহল পাশ দিতে হবে।মহিলাদের নতুন বিএলসি পাশ দিতে হবে। সুন্দরবনের সমস্ত আদিবাসী মহিলাদের এসটি সার্টিফিকেট দিতে হবে। এদিনের এই অনুষ্ঠানে বহু মানুষ উপস্থিত ছিলেন।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *