কুয়ো থেকেই শিশুদের মৃতদেহ উদ্ধার হয়। নিজস্ব ছবি
সংবাদদাতা, পুরুলিয়া: দুই সন্তান-সহ কুয়োয় ঝাঁপ দিলেন মহিলার । এমন ঘটনা ঘটেছে পুরুলিয়া জেলার হুড়া থানার রথেরা গ্রামে।
ঘটনার প্রসঙ্গে জানা যায় কুয়ো থেকে মহিলাকে উদ্ধার করতে গিয়ে দুই শিশুর মৃতদেহ উদ্ধার হয়। দুই শিশুকে প্রথমে কুয়োতে ঠেলে ফেলার পর নিজেও আত্মহত্যার মানসিকতাতেই কুয়োতে ঝাঁপ দিয়েছিলেন মহিলা, বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।
তবে প্রতিবেশীদের দাবি, নিজের দিদির শরীর খারাপ তাই দিদিকে নিয়ে চিকিৎসকের কাছে প্রায়শই যেতেন চৈতালী কুণ্ডু নামে ওই মহিলা। যা নিয়ে নিজের পরিবারে অশান্তি সৃষ্টি হতো। আজ সকালে গ্রামের একটি কুয়ো থেকে ওই মহিলার চিৎকার শুনতে পাওয়া যায়, গ্রামবাসীরা তাঁকে উদ্ধার করলে খোঁজ হয় শিশুদের। পরে গ্রামবাসীরাই কুয়ো থেকেই শিশুদের মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে মহিলাকে আটক করে তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে ঘটনার আসল রহস্য নিয়ে জোরদার তদন্তে নেমেছে হুড়া থানার পুলিশ। এমন ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকা জুড়ে।
Be First to Comment