উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন : সোসাল মিডিয়ার ফেসবুকে দুই মহিলার মধ্যে পরিচয়। সেই সূত্র ধরে একজনের ভাইয়ের সঙ্গে অন্যজনের ঘনিষ্ঠতা-প্রেম। আর এসবের মাঝেই সন্তান-সহ উধাও এক মহিলা। হদিশ নেই এক যুবকেরও।
ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার। নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেল, সুন্দরবনের দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার নিকারিঘাটা এলাকার বাসিন্দা ওই মহিলা। সোসাল মিডিয়ার মাধ্যমের অনিমা দাস নামে এক মহিলার সঙ্গে পরিচয় হয় তাঁর। তিনি উত্তর ২৪ পরগনার জেলিয়াখালির বাসিন্দা। ক্রমশ তাঁদের মধ্যে বন্ধুত্ব গাঢ় হয়। দুই বাড়িতে যাতায়াতও শুরু হয়। পরিবারের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়ে।
গত মঙ্গলবার অনিমাদেবীর বাপের বাড়িতে যান ওই মহিলা। সেখানে অনিমার ভাই দুধকুমার মণ্ডলের সঙ্গেও তাঁর দেখা হয়। এর পর নিখোঁজ হয়ে যান ওই মহিলা ও তার চার বছরের শিশু। নিখোঁজ মহিলার পরিযায়ী শ্রমিক স্বামী খবর পেয়ে বাড়িতে ফিরে আসেন। স্ত্রীর খোঁজ শুরু করেন। কিন্তু কোনও লাভ হয়নি।
ইতিমধ্যেই ওই মহিলার বাবা বাসন্তী থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছেন। আর তাঁর পরে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করে।
অনিমাদেবীর সূত্র ধরেই তাঁর ভাইয়ের সঙ্গে নিখোঁজ মহিলার সম্পর্ক গড়ে ওঠার আশঙ্কা উড়িয়ে দিতে পারছেন না তদন্তকারী পুলিশ আধিকারিকরা। এ দিকে পরিবারের তরফ থেকে পুলিশের কাছে পাচারের অভিযোগ করা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারিনি পুলিশ। হদিশ নেই দুধকুমারেরও। পুলিশ তাদের নিজস্ব সোর্স মারফত খোঁজ চালাছে।
Be First to Comment