দুর্গাপুর : ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় এক মহিলার মৃত্যুকে ঘিরে শনিবার ধুন্ধুমার কাণ্ড ঘটল ইস্পাতনগরী দুর্গাপুরে। ঘটনাটি ঘটে দুর্গাপুরের মেনগেট এলাকার নিউ স্টিল পার্ক মোড়ের সামনে।
ঘটনার পরে এলাকায় উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন। এলাকায় থাকা পুলিশের একটি অস্থায়ী ক্যাম্প-এর উপর ভাঙচুর চালানো হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ইট বোঝাই টাক্টর চালকের কাছে তোলা আদায়ের জন্য পুলিশ গাড়িটি ধাওয়া করেছিল। আর সেই কারণেই ঘটেছে এই দুর্ঘটনা। অবশ্য পুলিশ কোনও মতে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয় কয়েক ঘন্টার চেষ্টায়। মৃত মহিলার নাম রনেত পরভিন (২৫)। মোটরবাইক চালক স্বামী ও শিশু সন্তানকে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ।

জানা গেছে, শেখ সাবির নামে এক ব্যক্তি তার স্ত্রী রনেত পরভীন ও সন্তানকে সঙ্গে নিয়ে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন। তিনি দূর্গাপুর থানার মেনগেট এলাকার নিউ স্টিল রোডে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। তখন পুলিশের তাড়া খাওয়া ট্র্যাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপর উল্টে যায়। তাতে তিনজনই গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রনেত পরভীনকে মৃত ঘোষণা করেন। শেখ সাবির এবং তাঁর শিশু সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর এলাকার বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন। তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন । একই সঙ্গে তারা সেখানে থাকা পুলিশের অস্থায়ী ক্যাম্প ভাঙচুর করেন। গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দূর্গাপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে, পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে। পুলিশের সঙ্গে এলাকার বাসিন্দাদের সংঘর্ষ বেঁধে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী শেখ রশিদ বলেন, পুলিশ এই রাস্তায় নজরদারির নামে দিন-রাত তোলা আদায় করে। এদিন পুলিশের তাড়া খাওয়ার কারণেই ট্র্যাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আর তাতে একজন মহিলার মৃত্যু হয়েছে। পরে ঘটনাস্থলে দুর্গাপুর থানা থেকে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ জানায়, ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ অবশ্য ওই ট্রাক্টরকে তাড়া করার অভিযোগ অস্বীকার করেছে।




Be First to Comment