উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, রায়দীঘি: ২৪ ঘন্টার মধ্যে আবার খুন রায়দীঘিতে। মঙ্গলবার সাত সকালে রায়দীঘি থানার মোহাম্মদনগর বোলের বাজারে কুপিয়ে খুন করা হয় এক ব্যক্তিকে। উত্তেজনা এলাকায়। বসানো হল পুলিশ পিকেট।
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানার মথুরাপুর-২ ব্লকের রায়দীঘি মোহাম্মদনগর বোলের বাজারে সাতসকালে প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে এলোপাতাড়ি ছুরি মেরে খুন করে দুষ্কৃতীরা। মৃত ব্যক্তির নাম শেখ বাহাদুর বয়স (৪৫), পেশায় স্থানীয় বিল্ডার্স দোকানের কর্মচারী।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সাত সকালে চায়ের দোকানে চা খাচ্ছিলেন। সেই সময় অতর্কিত হবে শেখ বাহাদুরকে এলোপাথড়ি ছুরি মারে কয়েকজন দুষ্কৃতীরা। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুকিয়ে পড়েন। এলাকার মানুষরা ভয়ে চুপচাপ হয়ে পড়ে।
এরপর দুষ্কৃতীরা চলে যাওয়ার পর তাঁর ভাইপো তড়িঘড়ি কাকাকে নিয়ে রায়দীঘি গ্রামীণ হাসপাতালে যায়। তবে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
তবে কী কারণে এমন ঘটনা ঘটল তা কেউ বলতে পারছেন না। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে পুলিশি তল্লাশি চলছে।
মৃতদেহ এদিন ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। পারিবারিক বিবাদের জের এই খুন বলে স্থানীয়দের অনুমান।আর এই ঘটনার পরে এলাকার মানুষজন ভয়ে আতঙ্কিত। তবে ২৪ ঘন্টার মধ্যে দুটি পরপর খুনের পরে পুলিশ-প্রশাসন রীতিমতো চাপে পড়ে গেল।
Be First to Comment