Press "Enter" to skip to content

আরজি করের ঘটনার শিক্ষা নিয়ে হাতে ‘সহায়’ অ্যাপ নিয়ে মধ্যরাতে পুরুলিয়ার পথে জেলা পুলিশের উইনার্স টিম 

প্রবোধ দাস, পুরুলিয়া: আর যেন আরজিকর ঘটনার পুনরাবৃত্তি না ঘটে! মধ্যরাতেও মহিলারা যাতে স্বচ্ছন্দে নিজের  কর্মস্থলে নিরাপদে ডিউটি করতে পারেন। নিজের খেয়াল খুশি মতো ঘুরতে পারেন । তাই পুরুলিয়ায় এবার  বেশি রাতেও  মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষায় পথে নেমেছে পুরুলিয়া জেলা পুলিশের উইনার্স টিম। প্রায় ৩ সেকশন অর্থাৎ ২৪ জন দক্ষ মহিলাকে নিয়ে এই টিম বানিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ।

পুলিশের সেই টিম মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষায় সমগ্র জেলা জুড়ে কাজ করবে। কখনও হাঁটা পথে আবার কখনও মোটরবাইকে টহল দিয়ে অভয় দেবে মহিলাদের।

পুরুলিয়ায় মহিলাদের ওপর ইভটিজিং বা যে-কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েক বছর আগে  পুরুলিয়া জেলা পুলিশ মহিলা পুলিশ দের নিয়ে এই উইনার্স টিম গঠন করে। সারা বছর পুলিশের বিশেষ এই টিম কাজ করলেও বর্তমানে আরজিকর ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই টিম আরও সক্রিয়। পুরুলিয়া শহরের আনাচে- কানাচে গলি থেকে রাজপথ এমনকি জেলার গ্রামেগঞ্জেও এখন এই টিম ঘুরছে।

রাত্রে পুরুলিয়া ডিএসপি (শৃঙ্খলা ও প্রশিক্ষণ) শাশ্বতী শ্বেতা সামন্ত-র তত্ত্বাবধানে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে স্কুটি করে টহল চলে। এদিন মহিলাদের অভয় দানের পাশাপাশি সাধারণ মানুষের সুরক্ষায় জেলা পুলিশের ‘সহায়’ অ্যাপ-র  কার্যকরিতা নিয়ে বোঝানো হয় শহরে পথ চলতি মহিলাদের। এমনকি ওই এপ দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালের  নার্সদের মোবাইলে ডাউনলোড করে দিয়ে তা যে কোনো সমস্যায় ব্যবহার করার কথা বলা হয়। বোঝানো হয় এই অ্যাপ মোবাইলে থাকলে সব সমস্যার মুশকিল আসান!

এই অ্যাপ নিজের মোবাইলের  ইন্সটল করা থাকলে  যে কোনো সময় যে কোনো বিপদে এই অ্যাপের এসওস (sos ) বটন টিপলে মুহূর্তের   মধ্যে পুলিশ সহায়তার হাত বাড়িয়ে দিয়ে পুলিশের মোবাইল বা টহলদারি ভ্যান উপস্থিত হয়ে যাবে।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *