Press "Enter" to skip to content

মৃত্যুর ২ বছর পরেও ভোটার তালিকায় তৃণমূল বিধায়কের বাবার নাম কেন? কমিশনকে দুষলেন মন্ত্রী

দুর্গাপুর: মৃত্যুর ২ বছর পরেও ভোটার তালিকায় তৃণমূল বিধায়কের বাবার নাম কেন রয়েছে? এমনই অভিযোগ তুললেন বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

বিজেপির বর্ধমান-দুর্গাপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, যখন ভুয়ো ভোটার নিয়ে রাজ্যজুড়ে বিতর্ক চলছে, নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি দেখাতে শাসকদল যখন ময়দানে নেমেছে, ঠিক তখন তৃণমূলের পশ্চিমবর্ধমান জেলা সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাবা অরিন্দম চক্রবর্তীর নাম মৃত্যুর প্রায় দুই বছর পরেও ভোটার তালিকায় রয়েছে।

চন্দ্রশেখরবাবু বলেন, তিনি মারা গিয়েছেন ২০২৩ সালের ২৬ এপ্রিল। অথচ এবারের চূড়ান্ত ভোটার তালিকায় পশ্চিম বর্ধমানের পান্ডবেশ্বরের চক বাকোলা গ্রামের ৮৭ নম্বর বুথে ১১৭ নম্বরে তাঁর নাম রয়েছে।

চন্দ্রশেখরবাবুর এই অভিযোগ ঘিরে সরগরম দুর্গাপুর তথা রাজ্য রাজনৈতিক মহল। চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিষয়টি তিনি নির্বাচন কমিশনে জানিয়েছেন।

দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় জানান, তিনি এখনও এই ধরণের কোনও অভিযোগ দেখেননি। তবে যদি এমন অভিযোগ আসে তা অবশ্যই খতিয়ে দেখা হবে।

এদিকে নরেন্দ্রনাথ চক্রবর্তীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । তবে দুর্গাপুরের এমএলএ এবং রাজ্য মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, কেউ প্রয়াত হলে বা কেউ এলাকা ছেড়ে চলে গেলে কমিশনের দায়িত্ব ভোটার তালিকা থেকে সেই ব্যক্তির নাম বাদ দেওয়া। অর্থাৎ কমিশন নিজের কাজ ঠিক মতো করেনি। তাই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *