অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল: রবিবার আসন্ন লোকসভা নির্বাচনে বাকি ১৯টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। প্রথম দফায় প্রার্থীতালিকা প্রকাশের পর আসানসোল কেন্দ্র থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন ভোজপুরি গায়ক পবন সিং। কিন্তু এ বারও আসানসোল লোকসভা কেন্দ্র থেকে নতুন প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি।
২০২২-এর লোকসভা উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহাকে চ্যালেঞ্জ করে হারতে হয়েছিল অগ্নিমিত্রা পালকে। এ বারও প্রার্থী হওয়ার আসায় আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা মাঠে নেমেছিলেন। আসানসোলের মানুষ আশা করছিল এ বারের তালিকায় আসানসোলের প্রার্থীর নাম ঘোষণা করা হবে। কিন্তু এ দিন দেখা গেল, অগ্নিমিত্রাকে মেদিনীপুরে প্রার্থী করা হয়েছে। আর আসানসোলের ঝুলি এখনও খালি। এর পরে,আসানসোলবাসীকে আরও একবার পরের তালিকার জন্য অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন: বাংলায় দ্বিতীয় দফায় ১৯ প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি
তবে, আসানসোলে আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি পুরোদমে চালাচ্ছে বিজেপি । কিন্তু আসানসোলে বিজেপির প্রার্থী কে, তা এখনও স্পষ্ট নয়। কয়েক দিন ধরেই বিজেপি মহলে জল্পনা, আসানসোল থেকে ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিংকে প্রার্থী করা হতে পারে । এর পাশাপাশি গায়ক অরিজিত সিং, মিঠুন চক্রবর্তী, জিতেন্দ্র তিওয়ারি, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় , সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নামও ইতিমধ্যে জল্পনায় উঠে এসেছিল। আর অগ্নিমিত্রার নাম নিয়ে জল্পনায় দাঁড়ি পড়েছে এ দিনের প্রার্থীতালিকা ঘোষণার পরে।
প্রসঙ্গত, ২০১৪ ও ২০১৯ সালে বিজেপির প্রার্থী বাবুল সুপ্রিয় আসানসোল কেন্দ্র থেকে জিতে কেন্দ্রের মন্ত্রী হয়েছিলেন। পরে ২০২২ সালে আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা প্রায় তিন লক্ষ ভোটে অগ্নিমিত্রাকে হারিয়ে দেন। এ বারেও শত্রুঘ্নকেই প্রার্থী করেছে তৃণমূল। বিজেপির স্থানীয় নেতাদের কথায়, আসানসোল কেন্দ্রটি দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই এই কেন্দ্রে এমন একজনকে প্রার্থী করা হবে, যিনি রাজ্যের শাসক দলের প্রার্থীর সঙ্গে লড়াই করে ২০১৪ ও ২০১৯ সালের মতো যাতে ফল করতে পারেন।
বিজেপির একাংশের মতে, আসানসোলে প্রার্থী হওয়ার দৌড়ে তৃণমূল থেকে বিজেপিতে আসা প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি অনেকটাই এগিয়ে রয়েছেন। অন্য দিকে, বর্ধমান-দুর্গাপুরে দিলীপ ঘোষকে প্রার্থী করায় চর্চায় রয়ে গিয়েছেন সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নাম। এখন দেখার, শেষ পর্যন্ত বিজেপি নেতৃত্ব আসানসোল কেন্দ্রে কাকে প্রার্থী করেন!
আরও পড়ুন: দিলীপ ঘোষের কেন্দ্র বদল! লোকসভায় নিজের গড়ে লড়ার সুযোগ হারালেন কী কারণে
Be First to Comment