পাণ্ডবেশ্বর : ২০২৬ সালে রাজ্য বিধানসভা নির্বাচন। দলের মহিলা কর্মীদের আরও সক্রিয় হতে হবে। মাসে অন্ততঃ একবার প্রতিটি বাড়িতে গিয়ে জনসংযোগ বাড়ানোর পরামর্শ দিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভানেত্রী অর্পিতা ঘোষ।
শনিবার পাণ্ডবেশ্বরে পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সম্মেলনে এই বার্তা দেন অর্পিতা ঘোষ। সম্মেলনটি হয় পাণ্ডবেশ্বরের অজয় নদী সংলগ্ন পঞ্চপান্ডব মন্দির এলাকায়। সম্মেলনে অর্পিতা ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী অসীমা চক্রবর্তী, তৃণমূলের জেলা সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা পরিষদের উপাধ্যক্ষ চুমকি মুখোপাধ্যায়, কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় সহ জেলার প্রতিটি ব্লকের সভাপতি সহ কর্মী সমর্থকরা ।
সম্মেলনে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, মহিলারা হলেন দলের শক্তি। প্রতিটি নির্বাচনে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সক্রিয় ভূমিকা পালন করে থাকেন। দলের প্রতিটি বার্তা তৃণমূল স্তরে তারা ছড়িয়ে দেন । ২০২৬ এর বিধানসভা ভোটেও মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের একই ভূমিকায় দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সম্মেলনে অর্পিতা ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি মহিলাদের সশক্তিকরণকে গুরুত্ব দিয়েছেন। স্বাবলম্বী করতে মহিলাদের জন্য একগুচ্ছ প্রকল্প চালু করেছেন তিনি। যার সুফল বাংলার প্রতিটি ঘরের মহিলারা পাচ্ছেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত প্রকল্পগুলি আজ দেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব জুড়ে প্রশংসিত হচ্ছে ।
তিনি আরো বলেন, ২০২৬ সালের রাজ্যে বিধানসভা ভোট। তাই এখন থেকেই মহিলা কর্মীদের ময়দানে নামতে হবে । নিবিড় জনসম্পর্ক গড়তে মাসে অন্ততঃ একবার করে এলাকার প্রতিটি বাড়িতে দলের মহিলা কর্মীদের যাওয়ার পরামর্শ দেন শাসক দলের রাজ্য নেত্রী।



Be First to Comment