অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, দুর্গাপুর : পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তীর মা রাধারাণী চক্রবর্তী মঙ্গলবার সকাল ৬.৫০ মিনিটে পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তারপর থেকে সমস্ত রাজনৈতিক দলের নেতারা নিজেদের মতবিরোধ ও ঝান্ডার রং ভুলে দুর্গাপুর সেপকো’তে দেবেশ চক্রবর্তীর বাড়িতে এসে সমবেদনা জানান।
এই প্রসঙ্গে দেবেশ চক্রবর্তী বলেন, ‘যেভাবে সবাই আমার বাড়িতে এসেছেন তাতে আমি অভিভূত। আশাকরি আমাদের এই সংস্কৃতি ও ঐতিহ্যকে আমরা ভবিষ্যতেই ধরে রাখতে পারব। দুর্গাপুর আগামীদিনে সারা ভারতকে পথ দেখাবে এই সৌহার্দ্য রাজনীতির। রাজনীতিতে মতান্তর হোক কিন্তু মনান্তর যেন না হয়। তারজন্য সবাইকে আমার পরিবারের তরফ থেকে ধন্যবাদ জানাই।’
যাঁরা একে একে কংগ্রেসের জেলা সভাপতির বাড়িতে এসেছেন, তাঁরা হলেন তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, উত্তম মুখোপাধ্যায়, বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃনমুল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ, রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার । বর্ধমান দূর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোরুই, জেলার বিজেপির নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা সিপিএমের গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, সিপিএমের রাজ্য নেতা আভাষ রায়চৌধুরী, দূর্গাপুর বর্ধমান কেন্দ্রর সিপিএমের প্রার্থী সুকৃতি ঘোষাল, সন্তোষ দেবরায়, পঙ্কজ রায় সরকার।





Be First to Comment