Press "Enter" to skip to content

শুক্রেও বৃষ্টির সম্ভাবনা, জানুন কোন কোন জেলায়

সকালে কুয়াশায় ঢেকেছে দুর্গাপুর রেল স্টেশন। নিজস্ব ছবি

শুক্রবার সকালে কার্যত শীতের আমেজ উধাও কলকাতায়। পাশাপাশি, বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায়। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় এবং বাংলাদেশের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার জেরেই রাজ্যের বিভিন্ন জায়গায় গত কয়েক দিন ধরে হচ্ছে বৃষ্টি। শুক্রবারও থাকবে একই পরিস্থিতি।

কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আজ শুক্রবারও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। মেঘলা আকাশের জন্য রাতে ভূপৃষ্ঠ থেকে তাপের বিকিরণ বাধা পাওয়ার জন্য সর্বনিম্ন তাপমাত্রা এতটা বেড়ে গিয়েছে বলে মত আবহাওয়াবিদদের।

গত কয়েক দিন ধরেই নিয়ম করে বৃষ্টিতে ভিজছে বাংলা। এ দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশে কার্যত শীত উধাও। সকালে হালকা মাঝারি কুয়াশা। পাশাপাশি রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েকদিনে পারদ পতনেরও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে আগামী পাঁচদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার কোনও হেরফের হবে না।

হাওয়া অফিসের মতে, এ দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা খুব একটা কমবে না বলেই পূর্বাভাস আবহাওয়া বিভাগের। এ দিন থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। শনিবার থেকে আবহাওয়ার ভোলবদল। সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও বেলা বাড়লেই বাড়বে তাপমাত্রা।

ও দিকে, উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সিকিমে এবং দার্জিলিং-র উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতও হতে পারে।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *