উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: সোনারপুর এলাকায় মাছ চাষে উৎসাহ দিতে এগিয়ে এল রাজ্যে সরকার। সোনারপুর ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে খেয়াদহ–১ ও ২ নম্বর পঞ্চায়েতের ৫ হাজার বিঘা জলাজমিতে মাছ চাষ হয়৷ ব্যাক্তিগত মালিকানাধীন পুকুর ছাড়াও ব্লক জুড়ে ১০০টির মতো মৎস্য উৎপাদন গ্রুপ রয়েছে যারা বিভিন্ন জলাশয়ে মাছ চাষ করছে৷ এর মধ্যে মহিলা পরিচালিত মৎস্য উৎপাদন গ্রুপও রয়েছে৷তাদের মাছ চাষে উৎসাহ দিতেই মাগুর, রুই,কাতলা, মৃগেল,পাঙাস সহ একাধিক প্রজাতির মাছ দেওয়া হয়েছে৷
শুধু মাছ দেওয়াই নয়, তার সঙ্গে মাছের খাবারও দেওয়া হয়েছে৷ এর পাশাপাশি জলাশয়গুলি যাতে পরিষ্কার থাকে তাঁর জন্য চুনও দেওয়া হয়েছে মাছ চাষিদের।
এলাকার মাছচাষিদের দাবি, কলকাতা শহরে মাছ যোগান দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নেয় সোনারপুর। বছরে তিন মিলিয়ন টনের মতো মাছ উৎপাদন হয় ও যা কলকাতা শহরে সরবরাহ করা হয়৷ প্রতিদিন বাজারে মাছের চাহিদা বাড়ছে৷ তাই চাষিদের আরও উৎসাহ দিতে এই পদক্ষেপ বলে জানিয়েছেন সোনারপুর ব্লকের মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের কর্মাধ্যক্ষ প্রশান্ত বিশ্বাস৷

তিনি বলেন, এই মাছ দেওয়ার ফলে চাষিদের আরো সুবিধা হবে৷ সম্পূর্ণ বিনামূল্যে মাছ, মাছের খাবার ও জল পরিষ্কার রাখার জন্য চুন দেওয়ায় চাষিদের মাছ চাষের খরচ অনেকটাই কমে যাবে।এছাড়া এই মাছ বিক্রি করে তাঁরা ভালো আয় করতে পারবেন ও স্বনির্ভর হবে। মাছচাষিরা বলেন,রাজ্য সরকারের এই উদ্যোগে আমাদের আর্থিক সুরাহা হবে।আমরা খুশি।রাজ্য সরকারের উদ্যোগে জেলার সব ব্লকেই এই মাছের চারা ও মাছের খাবার তুলে দেওয়ার কাজ চলছে।




Be First to Comment