Press "Enter" to skip to content

পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার আইসি পার্থ ঘোষ ‘কম্পালসরি ওয়েটিং’-এ, মুখ্যমন্ত্রীর বার্তার পর ফের কড়া পদক্ষেপ পুলিশে

অনলাইন কোলফিল্ড টাইমস: পুলিশ প্রশাসনে শুদ্ধিকরণ অভিযান জারি রেখেছে রাজ্য সরকার। এবার পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার আইসি পার্থ ঘোষকে ‘কম্পালসরি ওয়েটিং’-এ পাঠানোর নির্দেশ দিল নবান্ন। শুক্রবার এই মর্মে একটি সরকারি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, শনিবার তাঁকে ভবানী ভবনে রিপোর্ট করতে হবে।

এর আগে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছিল। এবার একই জেলার আরেক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হল।

নবান্নের নির্দেশিকায় পার্থ ঘোষের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। যদিও নির্দিষ্ট অভিযোগ এখনও স্পষ্ট নয়। শুক্রবার সকাল থেকেই দুর্গাপুরে আরও কোনও পুলিশ অফিসারের বিরুদ্ধে ‘অ্যাকশন’ নেওয়া হতে পারে বলে জল্পনা ছড়ায়। দিন শেষে সাসপেনশন নয়, তবে ‘কম্পালসরি ওয়েটিং’-এর চিঠি পান পার্থ ঘোষ।

পুলিশে শুদ্ধিকরণ অভিযানের অংশ হিসেবে পশ্চিম বর্ধমানের দুই গুরুত্বপূর্ণ পুলিশ অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রশাসনিক মহলে ধারণা, বালি ও কয়লা পাচার রুখতে এবং পুলিশের উপর থেকে দুর্নীতির অভিযোগ দূর করতেই মুখ্যমন্ত্রী এই কঠোর অবস্থান নিয়েছেন।

পার্থ ঘোষকে ভবানী ভবনে বদলি করার ঘটনাটি রাজ্যের পুলিশ ব্যবস্থার ওপর সরকারের নজরদারির ইঙ্গিত দেয়। এ নিয়ে প্রশাসনিক মহলে চর্চা তুঙ্গে।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *