পরীক্ষার্থীদের হাতে পেন ও জলের বোতল তুলে দেওয়া হয়। ছবি: প্রতিবেদক
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: শুক্রবার থেকে রাজ্যে শুরু হয়েছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর সুষ্ঠু ভাবে এই পরীক্ষা যাতে হয় তার জন্য সবরকমের ব্যবস্থা করেছে জয়নগর থানা ও জয়নগর ব্লক প্রশাসনের তরফে। শুরুর দিনে জয়নগর থানার আইসি পার্থসারথি পাল একাধিক স্কুলের সামনে উপস্থিত হয়ে পরীক্ষার্থীদের হাতে পেন ও জলের বোতল তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানান।
জয়নগর থানার উদ্যোগে জয়নগর ইনস্টিটিউশন, জয়নগর ইনস্টিটিউশন ফর গার্লস, বহড়ু গার্লস হাই স্কুল, দক্ষিন বারাশত শিবদাস আচার্য স্কুল-সহ একাধিক স্কুলে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে পেন ও জলের বোতল তুলে দিলেন জয়নগর থানার আইসি পার্থসারথি পাল-সহ অন্যরা।
জয়নগর থানার ৮টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে দিয়ে এ বছর ৩৬৫০ জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছেন। জয়নগর থানা ও জয়নগর সাব ট্রাফিকের উদ্যোগে জয়নগর থানা এলাকায় একাধিক পুলিশ সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছে।যেখান থেকে পুলিশ ও ট্রাফিক কর্মীরা পরীক্ষার্থীদের সহায়তা করছে।
এই এলাকায় যানজট নিয়ন্ত্রণেও একাধিক পদক্ষেপ নিয়েছে পুলিশ ইতিমধ্যে। সব মিলিয়ে প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে হয়েছে। আর পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে তাই হাসিমুখে দেখতে পাওয়া গেল এ বছরের উচচ মাধ্যমিক পরীক্ষার্থীদের।
Be First to Comment