আসানসোল : মঙ্গলবার দুপুরে মহকুমাশাসক দফতরে পশ্চিম বঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির প্রতিনিধিরা মহকুমাশাসকের সঙ্গে দেখা করে অভিযোগ জানালেন।
জেলা যুব আদিবাসী সম্প্রদায়ের সম্পাদক হিরন্ময় জানান, প্রশাসনের বিভিন্ন দফতর থেকে অবৈধভাবে জাতিগত শংসাপত্র দেওয়া হয়েছে।
সেই অনুযায়ী দেখা গেছে, আদিবাসী সম্প্রদায়ের থেকে ৪০০ জন নকল শংসাপত্র পেয়েছে, সেই গ্রাহকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানালেও সরকার থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, তাই আজ
মহকুমাশাসকের সঙ্গে দেখা করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবার দাবি জানানো হয়েছে।

মহকুমাশাসক ৮ দিনের সময় চেয়েছেন, আটদিনের মধ্যে কোনো পদক্ষেপ নেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তাঁরা।




Be First to Comment