প্রবোধ দাস, পুরুলিয়া : শহর জুড়ে জল কষ্টের সমস্যা যেখানে ব্যাপক হারে সেখানে আবার পুরুলিয়া দেবেন মাহাতো হাসপাতালে মেন পাইপ ফেটে গিয়ে বিপত্তি। শনিবার থেকে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালের জল সরবরাহ বন্ধ হয়ে যায়।
এমতাবস্থায় চরম দুর্ভোগ পড়তে হয় রোগী ও রোগীর বাড়ির লোকজনদের । খবর যায় পুরুলিয়া পুরপ্রধানের নব্যেন্দু মাহালী কাছে । জরুরী ভিত্তিক জলে সরবরাহ ট্যাংকের পানীয় জলের ব্যবস্থা করেন। নবেন্দু মাহালী বলেন, মেন পাইপ ফেটে যাওয়ায় জল সরবরাহ গতকাল থেকে বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগ পড়তে হয় রোগী এবং রোগীর পরিবারদের।
তিনি বলেন, “খবর পেয়ে তড়িঘড়ি জল সরবরাহার ব্যবস্থার জন্য ছুটে আসি হাসপাতালে। তারপরে ট্যাংকের মাধ্যমে জল সরবরাহ সচর রাখতে এই ব্যবস্থা নিতে হল।”

এছাড়াও তিনি বলেন কাল থেকেই পাইপ এর কাজ শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই পাইপ মেরামত হয়ে গেলেই আমরা জল সরবরাহের ব্যবস্থা করব। এমন ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।




Be First to Comment