অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, জলপাইগুড়ি : শুক্রবার জলপাইগুড়ি -সহ উত্তরবঙ্গের তিন লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হল। ভোটের দিনটি অন্যরকম কাটালেন চা-শ্রমিকরা।
জলপাইগুড়ি জেলা নির্বাচন দফতরের তথ্য অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৯.৩৩ শতাংশ। জেলার চা বলয়েও ভোট নির্বিঘ্নেই হয়েছে৷ কেলাসপুর, নেপুচাপুর,বড়দীঘি-সহ জঙ্গল লাগোয়া চা বাগানে ছুটির মেজাজে শ্রমিক মহল্লা।
জলপাইগুড়ি শহর সংলগ্ন করলাভ্যালি ও ডেঙ্গুয়াঝাড় চা বাগানে এ দিন উৎসবের মেজাজে ভোট হয়। সাত-সকালে দল বেঁধে ভোট দিয়ে এসে একটা দিন পরিবারের সঙ্গে অন্যরকম কাটালেন শ্রমিকরা।


ছয় বছর ধরে বন্ধ রায়পুর চা বাগানের শ্রমিকরা ভোট দিয়েছেন বাগান খোলার আশা নিয়ে। এ দিকে ক্ষুদ্র চা বাগানের শ্রমিকরাও সবেতন ছুটি পেয়েছেন ভোটে।




Be First to Comment