আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভায় বাড়ল ৪ হাজার ৪৩৫ জন ভোটার। সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে এমনই জানিয়েছেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম।
তিনি বলেন, এদিন যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে জেলায় সবমিলিয়ে নতুন করে ২২ হাজার ৪০১ জন ভোটারের নাম সংযুক্ত হয়েছে। বাদ গেছে ১৭ হাজার ৯৬৬ জনের নাম। অর্থাৎ জেলায় ভোটার বাড়ল প্রায় সাড়ে ৪ হাজার ( ৪,৪৩৫)।
পশ্চিম বর্ধমান জেলাশাসকের কার্যালয়ের আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার কনফারেন্স হল-এ জেলাশাসক এস পোন্নাবালামের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে নির্বাচন কমিশন স্বীকৃত সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশাসনের আধিকারিকরা এই সভায় উপস্থিত ছিলেন।

সেই সভায় ২০২৫ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেখানে বিরোধী রাজনৈতিক দলের নেতারা তাদের কিছু অভিযোগ তুলে ধরেন। প্রশাসনের সামনে জাল ভোটারের বিষয়টি উঠেছিল। বলা হয়, ভোটার তালিকা সংশোধন করা হলেও জাল ভোটার রয়ে গেছে। জেলা প্রশাসনের উচিত ভুয়ো ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া। যাতে নির্বাচন প্রক্রিয়ার সুষ্ঠুতা নিশ্চিত করা যায়। সব রাজনৈতিক দলই ভোটার তালিকা থেকে মারা যাওয়া ভোটারদের নাম বাদ দেওয়ার উপর জোর দিয়েছেন। জেলাশাসক তাদেরকে আশ্বস্ত করে বলেন, নির্বাচন কমিশনের গাইড লাইন মতো কাজ করে এই ভোটার তালিকা তৈরি করা হয়েছে। কোনও অভিযোগ থাকলে তা কমিশনের কাছে পাঠানো হবে।
পরে জেলাশাসক এস পোন্নাবালাম বলেন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরে দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমান জেলায় মোট ভোটার সংখ্যা ২৩ লক্ষ ১৮ হাজার ৬৯৯ জন। ২০২৪ সালে মোট ভোটার ছিল ২৩ লক্ষ ৩ হাজার ৪৭৫ জন। প্রতি বছরের মতো আগামী ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালিত হবে। সেদিন নতুন ভোটারদের সম্মান জানানো হবে।
পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সাতটি আসানসোল লোকসভার মধ্যে আছে। বাকি দুটি বর্ধমান-দুর্গাপুর লোকসভার অধীন। জেলার আনুমানিক জনসংখ্যা ৩২ লাখ ৩১ হাজার ৯০৬ জন। মোট ভোটার ২৩ লক্ষ ১৮ হাজার ৬৯৯ জনের মধ্যে পুরুষ ভোটার ১১ লক্ষ ৭৮ হাজার ৭০৩ জন। মহিলা ভোটার ১১ লক্ষ ৩৯ হাজার ৯৫৩ জন। জেলায় তৃতীয় লিঙ্গ ভোটারের সংখ্যা ৪৩ জন। ভোটার তালিকায় নাম থাকা সব ভোটারের সচিত্র পরিচয় পত্র বা এপিক রয়েছে। ভোটার তালিকায় বয়স ভিত্তিক ভোটার ভাগ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, জেলায় ১৮-১৯ বয়সী ভোটারের সংখ্যা ৩১ হাজার ০৩৮ জন। ২০ থেকে ২৯ বছর বয়সী ভোটারের সংখ্যা ৪ লক্ষ ৩০ হাজার ৯৩০ জন।
আসানসোল উত্তর বিধানসভায় জেলার মধ্যে সর্বাধিক ভোটার ২ লক্ষ ৮৭ হাজার ৯৯৫ জন। পাণ্ডবেশ্বর বিধানসভায় সবচেয়ে কম ২ লক্ষ ১৫ হাজার ৫০৭ ভোটার রয়েছেন।




Be First to Comment